জেলা

যোগগুরু রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং সংস্থা স্বপন দত্ত বাউলের অভাব কষ্ট দেখে খাদ্যদ্রব্য দিয়ে পাশে দাঁড়ালেন

যোগগুরু রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং সংস্থা স্বপন দত্ত বাউলের অভাব কষ্ট দেখে খাদ্যদ্রব্য দিয়ে পাশে দাঁড়ালেন

সংবাদদাতা —- পূর্ব বর্ধমানের খাজা আনোয়ার বেড়ে থাকেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন বাউল শিল্পী ও রাষ্ট্রপতির আশির্বাদধন্য শিল্পী স্বপন দত্ত। স্বপন বাউলের লক ডাউন থেকে কষ্টের কথা অভাবের কথা সোশ্যাল নেটওয়ার্ক এ অনেকেই জানেন। গত কালই ৫ ই আগস্ট বুধবার রাতে ভাত খেতে বসে স্বপন বাউল দেখেন যে সংসারে সকলের পাতে মানে ৯ জন সদস্যর খাবার থালায় এক মুঠো করে ভাত কোনো তরি তরকারি তেমন নেই , ঘরে চাল ফুরিয়ে গেছে । তখন তিনি নিজে খুবই কষ্ট পান। ঈশ্বরের কাছে বলেন তার আরাধ্য দেবী তারামাকে বলেন মা এ কেমন বাউল জীবন দিলে আমার। সংসারে ৯ জনের মুখে পেট ভরে ভাত দিতে পারি না , লক ডাউন শুরু থেকে এই পাঁচ মাস কোনো আমার কাজ নেই আয় উপায় নেই হাতে টাকা পয়সা নেই , সরকারের প্রোগাম নেই , পূর্ব বর্ধমানে পাড়ায় পাড়ায় করোনা কি করে বাঁচব আমাদের রক্ষা করো তারা মা। তারা মা তার কষ্টের সময় কাতর কান্না শুনেছেন হটাৎ গতকাল রাতে বিশ্ব খ্যাত যোগ গুরু রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং সংস্থা স্বপন বাউলকে ফোন করে বলে বিখ্যাত শ্রী খোল বাদক হরেকৃষ্ণ হালদার বাবু সোশ্যাল নেটওয়ার্ক এ আপনার কষ্টের কথা জানতে পেরে আর্ট অফ লিভিং সংস্থাকে বলেছেন স্বপন বাউলকে কিছু খাদ্যদ্রব্য দিয়ে তার কষ্টের সময় পাশে দাঁড়াতে ।। স্বপন দত্ত বাউল অবাক এই ফোনে খবর শুনে তার কষ্টের কথা হরেকৃষ্ণ হালদার বাবু জানতে পেরেছিলেন ঠিক এই সময়েই আর্ট অফ লিভিং সংস্থা তাকে সাহায্য করবেন বলে আসছেন এ যেন ঈশ্বরের দান। আজ সকালে কলকাতা থেকে গাড়ি বীরভূম যাবার পথে যোগ গুরু রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং সংস্থার সদস্যরা পূর্ব বর্ধমানে এসে স্বপন দত্ত বাউলকে কিছু চাল ,ডাল , বিস্কুট , আলু , মশলা পাতি ,মুড়ি খাদ্য দ্রব্য দিয়ে তার অভাবের দিনে পাশে দাঁড়ালেন। স্বপন বাউল বলেন সত্যি অবাক করার মত এই সাহায্য গুরুজী রবিশঙ্কর জির কাছ থেকে তার আর্ট অফ লিভিং সংস্থার মাধ্যমে পাওয়া । দুদিন ভালোভাবে সংসারে খাবার সকলে খেতে পাবে এটা সম্ভব হয়েছে হরেকৃষ্ণ হালদার বাবুর দয়ালু মনভাব থেকে হরেকৃষ্ণ হালদার বাবু আর্ট অফ লিভিং সংস্থা কে আমার কষ্টের কথা সংসারে অভাবের কথা বলেছিলেন তাই আজ এই খাদ্য দ্রব্য সাহায্য পাওয়া গুরুজী রবিশঙ্কর জির আর্ট অফ লিভিং থেকে।আমি মাথায় তুলে নিলাম ওনাদের সাহায্য।। স্বপন বাউল বলেন গুরুজী রবিশঙ্কর জি আমাকে ওয়ার্ল্ড কালচার ফেস্টিভ্যালে দিল্লী তে আমাকে বাউল শিল্পীর সম্মানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার সুযোগ দিয়ে সম্মানীত করেছেন , সেই অনুষ্ঠানে ১৪২ টি দেশ অংশগ্রহণ করেছিল তাদের সামনে অনুষ্ঠান করে আমিও গর্বিত । আর স্বনামধন্য শ্রী খোল বাদক হরেকৃষ্ণ হালদার বাবুর সঙ্গে আমি স্বপন বাউল শীখোল বাজিয়ে আমরা একসঙ্গে বাজিয়ে সারা মায়াপুর প্রদক্ষিণ করেছিলাম পথে পথে প্রভুর নামগানে মাতোয়ারা হয়ে । আজ তার প্রচেষ্টা তেই গুরুজী রবিশঙ্কর জির সংস্থা থেকে তাদের যুব সদস্য বৃন্দের হাত থেকে খাদ্যদ্রব্য পাওয়া আমার কাছে এ যেন এক ঈশ্বরের আশির্বাদ পাওয়া।

Related Articles

Back to top button