রাজ্য

করোনার মহামারিতে জগতের মানুষকে বাঁচাতে দেবদেবীর পূজো আরাধনার স্বপন দত্ত বাউল

চন্দ্রশেখর সরকার: করোনা ভাইরাস ও লক ডাউনে মানুষকে বাঁচাতে জেলায় জেলায় পথে নেমে সচেতন , করোনার সৈনিকদের রক্ষা করতে ঈশ্বরের কাছে মঙ্গল কামনা এবং লক ডাউনে ক্ষুধার্ত দের মুখে অন্ন ভাত তুলে দিতে পথে পথে বাউলগানে ভিক্ষা করতে দেখা গেছে স্বপন দত্ত বাউলকে । কিন্তূ স্বপন দত্ত বাউল যে তারাপীঠে মহাশসানে তারামায়ের সাধনা করে তারামায়ের আশির্বাদ পেয়েছেন। তার আধ্যাত্মিক চিন্তা ভাবনার পূজো, আরাধনা ও সাধনার মাধ্যমে তিনি এক নতুন রূপে সাধক মানুষ তা অনেকেই জানেন না । তিনি তার আরাধ্য দেব দেবীর , তারা মায়ের জাগ্রত ঘট পেয়ে ,তার বাড়িতেই জাগ্রত ঘট কে পুজোর আসনে বসিয়ে পূজো অর্চনা করেন। এবারে অমাবস্যায় মহাযোগে করোনা ভাইরাস মহামারি থেকে বিশ্বের মানুষকে বাঁচাতে ও করোনার সকল সৈনিকদের রক্ষা করতে সুস্থ ও সুরক্ষিত যেন সকলেই থাকে সেই কামনা করে স্বপন বাউল তার আরাধ্য তারা মায়ের জাগ্রত ঘটেই দেবীকে আহবান করে পূজো আরাধনা করলেন ।

বহুদিন আগে এক জাগ্রত পঞ্চ মুন্ডি আসনে উপবিষ্ঠ দক্ষিনা কালিমা তার হাত থেকে স্বপন বাউলের মাথায় পৈতে ফেলে আশির্বাদ করেছিলেন জাগ্রত মা।সেদিন থেকেই পূজো করার আশির্বাদ পেয়ে তারাপীঠে সাধনা শুরু করেন ।তিনি সবসময় মানুষের মঙ্গল কামনায় পূজো আরাধনা করেন ।কোনো কিছুই বিনিময়ের জন্য পূজো করেন না ,শুধুমাত্র মানুষের ভালো করাই তার লক্ষ্য সেই জন্যই পূজা অর্চনা করেন বিভিন্ন জায়গায় যেখানে তার মা নির্দেশ দেন , যেতে বলেন । ঠিক তেমনি করোনা ভাইরাস মহামারি থেকে সারা বিশ্বকে রক্ষা করতে ও জগতের মানুষকে রক্ষা করতে এই অমাবস্যায় তারা মায়ের জাগ্রত মঙ্গল ঘটের উপর ফুল চাপিয়ে তার ভক্তি অর্ঘ দিয়ে মাকে ডেকে আধ্যাতিক গানে গানে নয়ন জলে তারামায়ের চরণ ভিজিয়ে মায়ের পূজো আরাধনা করলেন।মায়ের ঘট থেকে দেবী তার আশির্বাদি ফুল দিলেন জগতের মঙ্গলের জন্য । আধ্যাতিক চিন্তায় বিভোর স্বপন দত্ত বাউল তারামায়ের আশির্বাদ এর ফুল পেয়ে তার বিশ্বাস ভক্তি তে আশা বাদী যে ঈশ্বর আছেন আমার তারা মা আছেন , তারামা ঠিক করোনা থেকে জগতের মানুষকে রক্ষা করবেন বলেই তিনি জাগ্রত ঘট থেকে আমার ভক্তিপূর্ণ ডাকে আশির্বাদ এর ফুল দিলেন । তিনি বলেন আমার বিশ্বাস আমরা করোনা যুদ্ধে জয় লাভ করবই মায়ের আশির্বাদ ফুল যখন পেলাম ।

Related Articles

Back to top button