জেলা

দুস্থদের ১২ দিনধরে অন্নভাত সেবায় মানুষ মানুষের জন্যর পাশে অ্যাসোসিয়েশনের জাতীয় সহ সম্পাদক স্বপন দত্ত বাউল।

পুর্ব বর্ধমান রেল স্টেশনে নতুন ওভার ব্রিজের নীচে চারিদিকে পড়ে আছে বহু মানুষ অসহায় অনাথ ভিক্ষক ও শ্রমিক এবং ছোটো ছোটো শিশুরা । লকডাউন প্রিয়ডে তারা অনেকেই আটকে পড়েছে তাই আশ্রয়হীন হয়ে নতুন ওভারব্রিজের নিচে অসংখ্য মানুষ ঠাঁই নিয়েছে।। তাদের কষ্ট দেখে তাদের ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে বর্ধমানের মানুষ মানুষের জন্য সংস্থার সাথে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর্স এসোসিয়েশনের ,জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার, জাতীয় সহ সম্পাদক স্বপন দত্ত এবং রাজ্য সভাপতি দেবাংশু চক্রবর্তী সহ মানুষ মানুষের জন্য সংস্থার সকল সদস্য প্রতিদিন মানুষের কাছে নানাভাবে সাহায্য পেয়ে লকডাউন দিন থেকে একটানা ১২ দিন ধরে দুপুরে কোনো দিন মাছভাত , মাংস ভাত, ডিমভাত , আলুরদম সোয়াবিন তরকারি ভাত মানুষ মানুষের জন্য সংস্থার এর সাথে যৌথ উদ্দগে ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর্স এসোসিয়েশনের , এই ভাবে নানারকম মেনু সাজিয়ে এইভাবেই রবিবারে ৪০০ জনকে দুপরে অন্ন ভাত সেবা করালো । তবে সবসময় এই খাবার পাতায় ও প্যাকেট করে দুস্থদের দেওয়া হচ্ছে । বিশিষ্ঠ সাংবাদিক ,বাউল শিল্পী ও অ্যাসোসিয়েশনের জাতীয় সহ-সম্পাদক স্বপন দত্ত মানুষ মানুষের জন্যে সংস্থার একজন প্রধান উপদেষ্টা ও সম্মানীয় শিল্পী এবং তিনিও এর আগে বাউলগান গেয়ে ভিক্ষা করে অনেক টাকা জোগাড় করে কিডনি রোগ অসুস্থ মানুষের জীবন বাঁচানোর জন্য মানুষ মানুষের জন্য সংস্থ্যা পাশে নিয়ে কাজ করেছেন । ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর্স এসোসিয়েশনের সহ সম্পাদক ও নিউজ সারাদিন লাইভ টাইম সাংবাদিক হয়ে এবং সমাজ সচেতনের বাউল হয়ে আজও এই সমাজ সেবী সংস্থার পাশে দাঁড়িয়েছেন সঙ্গে ছিলেন অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার ও বিশিষ্ঠ সাংবাদিক এবং অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেবাংশু চক্রবর্তী মহাশয়। নিউজ সারাদিনের প্রতিনিধি এবং এসোসিয়েশনের সহ সম্পাদক হয়ে স্বপন দত্ত বাউল উপস্থিত থেকে এমন বর্ধমানের মানবিক মুখ নামে সংস্থার পাশে রয়েছেন । স্বপন বাউলের মাধ্যমে নিউজ সারাদিন বহুজায়গায় তারা প্রত্যক্ষ না হলেও যুক্ত হয়ে রয়েছেন স্বপন দত্ত বাউলও নিউজ সারাদিনের প্রতিনিধি হয়ে সমাজের কাজ বিভিন্ন জায়গায় বিভিন্ন রূপে করে চলেছেন।। এবিষয়ে বিশিষ্ঠ সাংবাদিক ও আর্থিক লিপি পত্রিকার বিশিষ্ঠ বার্তা সম্পাদক ও অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেবাংশু চক্রবর্তী ও নিউজ সারাদিনের সম্পাদক এবংঅ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক মৃত্যুঞ্জয় সরদার বর্ধমানের সংস্থার এমন সমাজ সেবাকে সালাম ও প্রণাম জানিয়েছেন এবং একদিনের জন্য অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে আন্দিত হয়েছেন ।মানুষ মানুষের জন্য সংস্থার সভাপতি শেখ পিন্টু , সহ সম্পাদক শেখ ইমতিয়াজ ও অন্যান্য সকল সম্মানীয় সদস্যরা জানালেন যে যত দিন লকডাউন চলবে তারা মানুষের মুখে অন্ন তুলে দেবেন শেখ পিন্টু বাবু এবং শেখ ইমতিয়াজ বাবু বলেন যে বর্ধমানের মানুষ অন্ন সেবার জন্য নিজেরাই এগিয়ে এসে খাদ্য সামগ্রী সাহায্য করছেন।। বর্ধমানের এই মানুষ মানুষের জন্য সংস্থ্যা এই জনসেবার উদ্দ্যোগ না নিলে বহু মানুষ লক ডাউন প্রিয়ডে কোথায় খাবার পেত কেউ জানে না । মানুষ মানুষের জন্য সংস্থা তাই আজ এই অসহায় ক্ষুধার্ত মানুষের কাছে ভগবান। তাই নিউজ সারাদিন ও আর্থিক লিপি পত্রিকা ও রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী র আশির্বাদধন্য স্বপন দত্ত বাউলের প্রণাম লাখো লাখো মানুষ মানুষের জন্য সমাজসেবী সংস্থা ও অ্যাসোসিয়েশনের সকল সদস্যবৃন্দকে।

Related Articles

Back to top button