আত্মাশুদ্ধি

হরি ওঁ

হরি ওঁ

ওঁ
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” আমার জন্মের জন্য আমার পিতামাতা বৎসরের পর বৎসর কত পূজা ও উপবাস করিয়াছিলেন । প্রত্যেক সন্তানের জন্মের পূর্বে মাতাপিতা ভগবানের নিকট প্রার্থনা করেন । “…….(৫/৪৩৩ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, দ্বিতীয় বল্লী

সম্বন্ধ—— নচিকেতার মধ্যে এই নিষ্কাম ভাব পূর্ণভাবেই রয়েছে দেখে যমরাজ তাঁর প্রশংসা করে বলতে লাগলেন……..

 

কামস্যাপ্তিং জগতঃ প্রতিষ্ঠাং ক্রতোরনন্ত্যমভয়স্য পারম্ ।
স্তোমমহদুরুগায়ং প্রতিষ্ঠাং দৃষ্ট্বা ধৃত্যা ধীরো নাচিকেতোহত্যস্রাক্ষীঃ ।। (১১)

 

হে নচিকেতা ! যার দ্বারা সর্বপ্রকার কাম্য ভোগ লাভ হয়,যা জগতের আধার, যজ্ঞের চিরস্থায়ী ফল, নির্ভরতার সীমা আর স্তুতি যোগ্য এবং মহত্বপূর্ণ তথা বেদে যার নানাভাবে গুণকীর্তন করা হয়েছে, আর যা দীর্ঘকাল স্থায়ী সেই স্বর্গলোককে দেখেও ধৈর্যপূর্বক তুমি তাকে ত্যাগ করেছ ।

এজন্যে আমি মনে করি যে , তুমি অত্যন্ত বুদ্ধিমান । (১১)

 

মঙ্গল প্রভাতের মাঙ্গলিক শুভেচ্ছা

আজ মঙ্গলবার …..

পৌষ মাস ( নারায়ণ )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দঃ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৬ পৌষ , ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২২ ডিসেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৬.২০ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫২ মিনিট ।
অষ্টমী তিথি ।
উত্তরভাদ্রপদনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

 

জাতীয় গণিত দিবস ।

গণিতজ্ঞ শ্রীনিবাস রামানুজমের জন্মদিবস ।

 

অসম…….শহীদ ঁ বিনোদ শর্মার স্মৃতিদিবস ।

 

 

আজকের দিন শুভ ও পূণ্যময় হোক ।

Related Articles

Back to top button