আত্মাশুদ্ধি

হরি ওঁ

কলিযুগের সৎ নিষ্ঠাবান ত্যাগীী  সাধক স্বপন দত্ত্

ওঁ
সংগচ্ছধ্বং সংবদধ্বং সংবো মনাংসি জানতাম্ ।
দেবা ভাগং যথাপূর্বে সঞ্জানানা উপাসতে ।।

 

বিবেকানন্দের বাণী
—————————-

” জননীকে যে পূজা করা হয়, তাহার উৎস এইখানেই । আমাকে পৃথিবীতে আনিবার জন্য তিনি বৎসরের পর বৎসর তাঁহার শরীর- মন, আহার- পরিচ্ছদ, চিন্তকল্পনা পবিত্র রাখিয়াছিলেন । এইজন্যই তিনি পূজনীয়া । “…….(৫/৪৩৪ )
স্বামী বিবেকানন্দ ।

 

ওঁ

শ্রীপরমাত্মনে নমঃ

কঠোপনিষদ

প্রথম অধ্যায়, দ্বিতীয় বল্লী

 

এতচ্ছ্রুত্বা সম্পরিগৃহ্য মর্ত্যঃ প্রবৃহ্য ধর্ম্যমণুমেতমাপ্য ।
স মোদতে মোদনীয়ঁ্হি লব্ধ্বা বিবৃতঁ্সদ্ম নচিকেতসং মন্যে ।। (১৩)

 

মানুষ যখন এই ধর্মময় উপদেশ কে শুনে সম্যকরূপে গ্রহণ করে আর বিবেকপূর্বক তার বিচার করে, এই সুক্ষ্ম আত্মতত্ত্বকে জেনে সে আনন্দস্বরূপ পরব্রহ্মকে লাভ করে আনন্দে মগ্ন হয় ।

তোমার জন্য পরমধামের পথ খোলা রয়েছে বলে মনে করি । (১৩ )

 

লক্ষ্মীবারের প্রভাত শুভেচ্ছা

আজ বৃহষ্পতিবার…………..

 

পৌষ মাস ( নারায়ণ )

.৫১২২ কলিযুগাব্দ ।
২০৭৭ বিক্রম সংবৎ ।
১৯৪২ শকাব্দঃ ।
৫৩৫ শ্রীচৈতন্যাব্দ ।
২৫৬৪ বুদ্ধাব্দঃ ।
৮ পৌষ, ১৪২৭ বঙ্গাব্দঃ ।
২৪ ডিসেম্বর , ২০২০ খ্রীষ্টাব্দঃ ।
সূর্য্যোদয় ৬.২১ মিনিট ।
সূর্য্যাস্ত ৪.৫৩ মিনিট ।
দশমী তিথি ।
অশ্বিনীনক্ষত্র ।
শুক্ল পক্ষ ।

শ্রী ঁ মোহনান্দ ব্রহ্মচারীর আবির্ভাব তিথি ।

 

অসম………কবি ঁ নলিনীবালা দেবীর স্মৃতি দিবস ।

 

আজকের দিন শুভ ও কল্যানময় হোক ।

Related Articles

Back to top button