জেলা

মানবিক পুলিশ!

পূর্ব মেদিনীপুর ঃ ভগবানপুরঃ সামাজিক দায়বদ্ধতা থেকে লকডাউনে গ্রাম ও শহরে রোজগারহীন অসহায়- দুঃস্থ পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র (চাল, ডাল, আলু, সোয়াবিন) দিতে এগিয়ে এল মানবিক পুলিশ।শনিবার পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর থানার পুলিশ এলাকার প্রত্যন্ত গ্রামাঞ্চলে এবং গ্রামের বিভিন্ন মফঃস্বল এলাকায় ঘুরে অসহায়- দুঃস্থ পরিবারগুলির হাতে তুলে দিচ্ছে ৫ কেজি চাল, ২ কেজি আলু, ৫০০ গ্রাম ডাল ও সোয়াবিনের প্যাকেট।পুলিশ সূত্রের দাবি, জনসেবা করতে গিয়ে যাতে জনসমাগম না হয়, তাই পুলিশের তরফে পাঁচ জনের দল তৈরি করে দেওয়া হয়েছে। ভগবানপু থানার ওসি প্রণব রায় বলেন, “সরকারের সাহায্যের আশায় বসে না থেকে, আমরা সবাই যদি সাধ্যমতো ঝাঁপিয়ে পড়ি অসহায় প্রতিবেশীদের সাহায্যে তা হলে এই লকডাউন সফল হবেই।করোনাকে হারিয়ে আমরা জিতবই।”

Related Articles

Back to top button