সুপার সাইক্লোন আমপান ঝড়ের তান্ডব তছনছ করেদিলো সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদারের ঘরবাড়ি
সংবাদদাতা: – দেশে চারিদিকে করোনার থাবা , চলছে লক ডাউন তারউপর রাজ্যে সুপার সাইক্লোন আমপান যেন গোদের উপর বিষ ফোঁড়া । আমপান ঘূর্ণী ঝড়ের তান্ডবে রাজ্যের রাজধানী কলকাতার বেশ কিছু অংশ, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা ও দক্ষিণ ২৪ পরগনা সুন্দরবন অঞ্চল তছ নছ করে দিলো ,কত মানুষকে গৃহহীন করলো। দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং ২ নম্বর ব্লকের হেদিয়া গ্রামের বাসিন্দা নিউজ সারাদিনের সম্পাদক, ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের জাতীয় সম্পাদক ও দুস্থ সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদারের ঘরের ছাদ ভেঙ্গে পড়লো চাল উড়িয়ে দিলো , তার ঘরের দেওয়াল ফাটিয়ে দিলো।
কিছু মুরগির বাচ্চাদের রেখেছিল সেই জায়গার এডবেস্টারের চাল উড়িয়ে নিয়ে ভেঙ্গে তছনছ করে দিলো । সাংবাদিক মৃত্যুঞ্জয় সরদার তার বৃদ্ধা অসুস্থ বাবা মা ও ভাইয়ের সংসার ও নিজের স্ত্রী , কন্যা কে নিয়ে আমপান ঝড়ের তান্ডবের সময় অতি কষ্টে প্রাণটি হাতে নিয়ে সকলকে একজায়গায় রেখে সারারাত জেগে কাটিয়ে ছেন আর ঝড়ের তান্ডব লীলা দেখে একমাত্র অবলম্বন ঈশ্বরকে ডেকেছেন সকলের প্রাণ যেন রক্ষা পায়। ঘর বাড়ি ভেঙ্গে দিলেও সয়ং ভগবান তাদের প্রাণ রক্ষা করেছেন করেছেন বলে জানান । এমন কঠিন পরিস্থিতির মধ্যেও সাংবাদিক পরিবার দিশাহারা, কি করবে ভেবে উঠতে পারছে। সাংবাদিকতার ফলে যতদিন এগিয়ে আসছে সাংবাদিক ততই অবিচার চলেছে,আজ তারা অসহায়। এ মতন অবস্থায় তাদের খুবই কষ্ট , মৃত্যুঞ্জয় সরদারের পরিবারের বক্তব্য এই বিপর্যয়ের সময়ে সরকারের ও প্রশাসনের পক্ষ থেকে তাদের কোনো রকম সাহায্য যদি সরকার পক্ষ করতেন ও স্বেচ্ছাসেবি সংস্থা এবং সমাজসেবক ,জনদরদী বাক্তিত্বরা তাদের সাহায্য করতেন তাহলে তাদের অনেক উপকার হতো ।।
এ প্রসঙ্গে আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী ও প্রাপ্তন রাষ্ট্রপতি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশির্বাদ ধন্য ও পুরস্কার প্রাপ্ত শিল্পী এবং সারা রাজ্যের বিভিন্ন জেলার এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় সবসময় আসেন সমাজ সচেতন করতে নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সেই সমাজ সচেতনের শিল্পী স্বপন দত্ত বাউল বলেন যে রাজ্য সরকার সবসময় দুস্থ ও আমপান ঝড়ের তান্ডবে বিপর্যয়ে আক্রান্ত অসহায় মানুষের পাশে আছেন ।
সরকারি পক্ষে দক্ষিণ ২৪ পরগনা জেলার জেলাশাসক মহাশয় ও এস ডি ও এবং ক্যানিং ২ এর বি ডি ও এবং পঞ্চায়েত এলাকার পুরপ্রধান মহাশয় এই দুস্থ মানুষগুলো যারা ঝড়ের তান্ডবে তছ নছ হয়ে গেছে তাদের পাশে দাঁড়িয়ে রাজ্যের মাননীয়া মুখমন্ত্রীর জনহিতকর কাজের পাশে সবসময় দাঁড়াবেন সকল অসহায় মানুষই আশা করে বসে আছেন। এবং আমপান ঝড়ের তান্ডবে যে সমস্ত মানুষদের সব আশ্রয় ভেঙ্গে তছনছ হয়ে গেছে তারা সকলেই সরকারি সাহায্য পাবেন এই আশা রাখি ।।