জানা-অজানা

অঝোরে ঘামলেও কুছ পরোয়া নেহি, অসহ্য গরমকে কুপোকাত করতে সেরা ফেব্রিকের গুণ কী কী আছে?

কাঠফাটা রোদে একফোঁটা আরাম পেতে আরামদায়ক কাপড় পরা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি, আর এই তীব্র তাপপ্রবাহে এতটুকু আরাম পেতে সুতির পোশাক ও লিনেনর কাপড়ের তুলনা হয় না। অনলাইন বা দোকানে সস্তার সুতির পোশাক মানেই তাতে মিক্সড ফেব্রিক থাকবেই। তবে গরমে আরাম পেতে ও ফ্যাশনের অন্যতম ট্রেন্ড এখন লিনেনের পোশাক। তবে মানুষের চোখকে ভেল্কি দেখাতে গিয়ে লিনেন বলে অন্য ফেব্রিকের পোশাকও বিক্রি করা হয়। তাই কোনটি আসল লিনেন ও নকল লিনেন তা বোঝার উপায় থাকে না। লিনেনের পোশাক যদি কিনতে যান তাহলে সেই ফেব্রিক দেখে ও বুঝেই কিনুন। পরিবেশ বান্ধব বলে লিনেনের পোশাক দামি হলেও পরলে ওই পোশাক ছাড়া যে অন্য পোশাক গায়ে তুলতে পারবেন না , তা নিশ্চিন্ত। তবে অনেকেরই প্রশ্ন এই লিনেন ড্রেস আসলে কী? পোশাক তো পোশাকই হয়, কাপড় নরম হলেই তা পরার উপযুক্ত। কিন্তু এই গরমের দিনে লিনেনের কাপড় কেন পরবেন, অন্য ফেব্রিকের থেকে কেন এত আলাদা, কেন এত দামি, তা জেনে নিন এখানে…

তাপমাত্রা নিয়ন্ত্রণ

লিনেন হল গরমের দিনে আদর্শ একটি ফেব্রিক। এর বুনন পদ্ধতি ও ফ্ল্যাক্স ফাইবারের প্রাকৃতিক বৈশিষ্ট্যের কারণে অত্যন্ত আরামদায়ক হয়। তাপপ্রবাহেও এই ফেব্রিক শরীরকে রাখে ঠান্ডা। কাপড়ের গঠন সারা শরীরের মধ্যে কোমলভাব বজায় রাখে। তাই অতিরিক্ত গরমে ঘেমে নেয়ে গেলেও এই পোশাক কখনও আপনাকে অস্বস্তি তৈরি করবে না। কর্মক্ষেত্রে বা পার্টিতে কুল থাকতে লিনেনের থেকে সেরা কিছু হয় না।

এই খবরটিও পড়ুন

 ‘পুরনোরা সরে যাবে…’, অভিষেক নিয়ে কী বললেন ফিরহাদ হাকিম

 

তাপ সঞ্চালন ক্ষমতা

শরীরকে শীতল করে রাখার দায়িত্ব যেমন রয়েছে তেমনি ঘাম শুষে নেওয়ার ক্ষমতাও রয়েছে এর। লিনেন হল তাপ সঞ্চালনের সহজাত ক্ষমতা বিকাশে অত্যন্ত সাহায্য করে। শরীর থেকে তাপ শুষে ফেব্রিকের সঙ্গে এক হয়ে যায়, তার ফলে গরম হাওয়া ত্বকে লাগে না। শরীর অনেকটাই ঠান্ডা থাকে তাতে। রেশম বা উলের মতো অন্যান্য কাপড়ের তুলনায় লিনেন তাপ সঞ্চালনে অত্যন্ত সহায়ক।

দ্রুত শুকিয়ে যায়

লিনেন পোশাক বা টপ, ব্লাউজ যাই পরুন না কেন, ত্বককে ও শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে। লিনেন ঘাম শুষে নেওয়ার এক আশ্চর্য ক্ষমতা রয়েছে। ত্বক থেকে অঝোরে ঘাম ঝরলেও কুছ পরোয়া নেহি। এর কারণ হল লিনেন কাপড়ের মধ্যে রয়েছে আণবিক পরিকাঠামো। তাই একটি লিনেন শার্ট পরলে গা থেকে অতিরিক্ত ঘাম বের হলেও সব ঘাম শুষে নেওয়ার ক্ষমতা রাখে। এরপর তা বাস্পীভূতও হয়ে যায়। সারাদিন কুল থাকতে ও আরাম বোধ পেতে ওয়ার্ড্রোবে লিনেনর পোশাক থাকা বাধ্যতামূলক।

তাপ প্রতিফলন করে

গ্রীষ্মকালে ভারতের যে অসহ্যকর গরম পড়ে, তাতে পোশাক আরামদায়ক না পড়লে শরীর অসুস্থ হয়ে পড়া কোনও ব্যতিক্রমী ঘটনা হবে না। লিনেন ফেব্রিক এমন যে তাপকে প্রতিফলন করতেও সাহায্য করে। তাই লিনেন পোশাক পরলে শরীরের উপর একরকম ছাতার মত বিরাজ করে। তাপপ্রবাহে এমন পোশাক তাই বেশ আরামদায়ক হয়।

পরিবেশবান্ধব

উদ্ভিদের প্রাকৃতিক তন্তু থেকে লিনেন তৈরি হওয়ায় এটিকে বায়োডিগ্রেডেবল বলেও পরিচিত। মাটিতে রাসায়নিক সার প্রয়োগ না করলেও চলে, এমন পরিস্থিতিতে লিনেনের তুলো উত্‍পাদন বেশ ভালই হয়ে থাকে। এছাড়া এই ফেব্রিকে ফ্ল্যাক্স ফাইবার থাকায় পোশাক যত বেশি ব্যবহার করা হবে তত আরাম পাওয়া যায়। নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনাও অনেক কম।

Related Articles

Back to top button