আপনিও সাংবাদিক

আন্ডার পাসে জমা জলে চরম দুর্ভোগ পথচলতি মানুষদের

ধূপগুড়ি পৌরসভার ১নং ওয়ার্ড থেকে ৯ নং ওয়ার্ডে যেতে রাস্তায় রয়েছে একটি রেলওয়ে আন্ডারপাস। বাসিন্দাদের কথা মেনে আন্ডার পাসটি তৈরী হয়ে ছিল। এর ফলে উপকৃত হয়েছে বারঘরিয়া গ্রামপঞ্চায়েত ও পৌর এলাকার বাসিন্দারা। কিন্তু সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়।

স্থানীয় বাসিন্দারা জানায় সামান্য বৃষ্টি হলেই আন্ডারপাসে জল জমে যায়। তাদের অভিযোগ
নির্মাণ পদ্ধতিতে ক্রটি থাকার কারণে এখানে জল জমছে। জমা জলের কোন নিকাশি ব‍্যবস্থা নেই। তারা জানান ১ ও ৮ নং ওয়ার্ডে হাসপাতাল ও কলেজ রয়েছে। প্রতিনিয়ত যাতায়াতের ক্ষেত্রে সমস্যা তৈরি হচ্ছে।

স্থানীয় যুবক জানান রেললাইনের পাতের ওপর দিয়ে পারাপার করা খুবই ঝুঁকিপূর্ণ , তাই আমরা আন্ডার পাসটি ব‍্যবহার করি। কিন্তু বৃষ্টি হলে জল জমে, তাই আন্ডার পাস দিয়ে যাওয়া খুবই কষ্টকর। একটু বেশি বৃষ্টি হলেই বড়ো গাড়ি গুলোকে ঘুরপথে যাতায়াত করতে হয়। বাইক গুলো রেললাইনের পাতের ওপর দিয়ে পারাপার করতে হয়। এর ফলে বড়োসড়ো দূর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে। এলাকার কৃষিজাত পণ্য আন্ডারপাস দিয়েই বাজারে নিয়ে যেতে হয় । কৃষি পণ্য নিয়ে যেতে কৃষকেরা সমস্যায় পড়ছেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কয়েকবার ধূপগুড়ি রেল স্টেশনে বিষয়টি জানালেও এ পর্যন্ত কোনো রকম ব্যবস্থা গ্রহণ করেনি কর্তৃপক্ষ। স্থানীয়দের অভিযোগ এনিয়ে প্রশাসনের কোনো হেলদোল নেই ।

Related Articles

Back to top button