আপনিও সাংবাদিক

দিনহাটার মহাকালহাটে ভেঙে পড়ল বুর্জ খলিফার আদলে তৈরি মন্ডপ

মিল্টন সরকার, দিনহাটা::দমকা হাওয়ায় আচমকাই ভেঙে পড়ল দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি মন্ডপ। সোমবার কালী পূজার দিন দুপুর নাগাদ ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার দিনহাটার মহাকালহাটে। আবহাওয়া খারাপ থাকার দরুন বৃষ্টি এবং দমকা হাওয়ায় মহাকালহাট দয়ারসাগর কালী পূজা কমিটির এ বছরের আকর্ষণ ছিল দুবাইয়ের বুর্জ খলিফার আদলে তৈরি মন্ডপ। গ্রামীণ এলাকায় নয় লক্ষ টাকা খরচে এবছর পূজো হচ্ছে তাদের। দূর দূরান্ত থেকে দর্শনার্থীদের উপস্থিতির জন্য আশা করেছিলেন কমিটির সদস্যরা কিন্তু কালীপূজার দিনই আচমকাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেই মন্ডপ। এর ফলেই চিন্তিত হয়ে পড়েন কমিটির সদস্যরা। ভাঙ্গা মন্ডপ দেখতে বহু মানুষ ছুটে আসেন। মণ্ডপ ভেঙে পড়ায় মন খারাপ স্থানীয় বাসিন্দা এবং মেলায় আসা দোকান মালিকেরা।
তবে নতুন করে পুনরায় মন্ডপ মেরামতের কাজ চলছে এমনটাই পূজা কমিটির সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী আজিজ মিয়া বলেন, “আমি মণ্ডপের পাশেই ছিলাম হঠাৎ করেই প্রবল হাওয়ায় দেখতে পেলাম ধীরে ধীরে মন্ডপটি ভেঙে পড়ছে। তারপর পূজা কমিটির সদস্যরা এবং স্থানীয় মানুষজন ছুটে আসে। যদিও কোন প্রকার ক্ষয়ক্ষতি হয়নি তবে আমরা খুবই আতঙ্কিত ছিলাম।”

পূজা কমিটির সম্পাদক তনময় বর্মন বলেন,”আমাদের অনেক প্রতিষ্ঠার ফলে আমরা বুর্জ খলিফা দাড় করিয়েছিলাম। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ এই দমকা হাওয়া হঠাৎ করেই এভাবে চলে আসে সে যে আমাদের মন্ডপ ভেঙে পড়ে। আমরা নতুন করেই আবার মন্ডপ মেরামতের কাজ শুরু করে দিয়েছি, পুজোর পাশাপাশি আমাদের মেলাও চলবে। দর্শনার্থীদের বলব আপনারা আসুন আমাদের মন্ডপে।”

স্থানীয় বাসিন্দা দীপ্তি বর্মন বলেন, ” এই ঘটনার পরে খুবই মন খারাপ হয়েছে। আমাদের এলাকায় এত বড় বাজেটের পূজা আগে হয়নি। আমরা খুবই খুশি ছিলাম, আত্মীয়-স্বজন বাইরের লোকজনকে বলেছিলাম আমাদের পূজায় আসার জন্য। কিন্তু আজ সকালে যখন মন্ডপ ভেঙে পড়ে এবং এসে সেই ছবি দেখলাম খুব খারাপ লাগছে। শুনলাম পূজা কমিটির সদস্যরা নতুন করে মন্ডপ মেরামতের কাজ করছে, আশা করব খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে।”

Related Articles

Back to top button