জাতীয়

কর্ণাটকে জোটের রাস্তায় বিজেপি

News Saradin

কর্ণাটকে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের কাছে হারের পর এবার ড্যামেজ কন্ট্রোলে নামলো বিজেপি। ২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপি কর্ণাটকে হারানো জমি ফেরত পেতে মরিয়া। এজন্য প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবেগৌড়ার জনতা দল (সেকুলার)-এর সঙ্গে আসন ভিত্তিক সমঝোতায় যেতে আগ্রহী বিজেপি হাইকম্যান্ড। কর্ণাটকে সিদ্দারামাইয়া-শিবকুমারদের প্রবল প্রতিপক্ষ হতে চাইছে গেরুয়া শিবির। এজন্য নানা চিন্তা ভাবনা চলছে। বিজেপির এক বড় অংশ দেবগৌড়া-কুমারস্বামীর দল জনতা দল (এস)-এর সঙ্গে হাত মেলাতে উৎসাহী। এটা বাস্তবায়িত হলে লোকসভা নির্বাচনে বিজেপি যে, কর্ণাটকে অনেকটাই ঘুরে দাড়াতে পারবে তা বলাই বাহুল্য।

নীতিশ কুমারের ডাকা পাটনায় ২৩শে জুনের বৈঠকে যোগ দিচ্ছে না দেবগৌড়া-কুমারস্বামীর দল জনতা (এস) । দক্ষিণ ভারতে রাজ্যে রাজ্যেই আঁতাতের রাস্তা যেতে চাইছেন গেরুয়া শিবির। তামিলনাড়ুতে এ আই এ ডি এম কে, অন্ধ্রপ্রদেশে তেলেগু দেশম, কর্ণাটকে জনতা দল (এস)-র সঙ্গে ইতিমধ্যে জোট প্রস্তুতি শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। কর্ণাটকে কংগ্রেসের কাছে হারানো জমি উদ্ধারে ঝাঁপাতে চলেছে গেরুয়া শিবির।

Related Articles

Back to top button