জাতীয়

হাজারো বিতর্কের মাঝেই জেল থেকে মুক্তি আনন্দ মোহনের

পটনা: বিতর্ক-সমালোচনার মাঝেই জেল থেকে মুক্তি পেলেন বিহারের প্রাক্তন সাংসদ তথা আইএএস অফিসার খুনের মামলায় অভিযুক্ত আনন্দ মোহন। ১৯৯৪ সালে আইএএস অফিসার জি কৃষ্ণাইয়ার গণপিটুনিতে হত্যার মামলায় অন্যতম অভিযুক্ত ছিলেন সাংসদ আনন্দ মোহন। তাঁকে প্রথমে মৃত্য়ুদণ্ড ও পরে সাজা কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি দেওয়া হয়েছিল। সম্প্রতিই বিহারের নীতীশ কুমার সরকার কারা বিধিতে পরিবর্তন আনে, যার জেরে আনন্দ মোহন সহ ২৭ জন বন্দিকে মুক্তির নির্দেশ দেওয়া হয়। বিহার সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন আইএএস সংগঠন থেকে শুরু করে নিহত আইএএস পরিবারের সদস্য় ও বিভিন্ন রাজনৈতিক নেতারা। হাজারো বিতর্কের মাঝে আজ জেল থেকে মুক্তি পেলেন আনন্দ মোহন।

Related Articles

Back to top button