খেলাধুলা

দক্ষিণের ডার্বিতে আরসিবির হার, ক্যাপ্টেন ডু’প্লেসির মাথায় তাও এল অরেঞ্জ ক্যাপ

কলকাতা: হইহই করে এগিয়ে চলেছে ১৬তম আইপিএল। দেখতে দেখতে এ বারের আইপিএলের (IPL 2023) ২৪টি ম্যাচ হয়েছে। লিগ টেবল থেকে শুরু করে অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের তালিকায় ক্রমাগত ওঠানামা লেগেই রয়েছে। ধীরে ধীরে জমে উঠছে চলতি মরসুমের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আইপিএলের প্রতি মরসুমে সবচেয়ে বেশি রান করা ব্যাটার পান অরেঞ্জ ক্যাপ (Orange Cap)। আর সবচেয়ে বেশি উইকেট নেওয়া বোলার পান পার্পল ক্যাপ। ১৬তম আইপিএলে এখনও পর্যন্ত মোট যে ২৪টি ম্যাচ হয়েছে তার পর কমলা টুপির দৌড়ে শীর্ষে আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এই প্রতিবেদনে জেনে নিন অরেঞ্জ ক্যাপের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কে রয়েছেন শীর্ষস্থানে, আর কোন ব্যাটারের নতুন প্রবেশ হল।

 

এক বাঙালির অন্নপূর্ণা জয়, সেই শৃঙ্গেই নিখোঁজ আরেক ভারতীয়, চলছে তল্লাশি

 

চলতি আইপিএলে এখনও অবধি ২৪টি ম্যাচ হয়েছে। এ বারের অরেঞ্জ ক্যাপের প্রবল দাবিদার কারা, জেনে নিন…

১) পয়েন্ট টেবলে তাঁর দল ৭ নম্বরে আর তিনি অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে। এই তিনি হলেন আরসিবির অধিনায়ক ফাফ ডু’প্লেসি। এখনও অবধি ১৬তম আইপিএলের ৫ ম্যাচে ২৫৯ রান করেছেন তিনি। সর্বাধিক ৭৯*।

২) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ২ নম্বরে রয়েছেন কেকেআরের ভেঙ্কটেশ আইয়ার। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ৫টি ম্যাচে খেলে তিনি করেছেন ২৩৪ রান। সর্বাধিক ১০৪।

৩) ১৬তম আইপিএলের অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৩ নম্বরে রয়েছেন পঞ্জাব কিংসের অধিনায়ক শিখর ধাওয়ান। এখনও অবধি ৪টি ম্যাচে খেলে শিখর করেছেন ২৩৩ রান। সর্বাধিক ৯৯*।

৪) কমলা টুপির দৌড়ে ৪ নম্বরে রয়েছেন গুজরাটের ওপেনার শুভমন গিল। চলতি আইপিএলে তিনি এখনও অবধি ৫টি ম্যাচে খেলে ২২৮ রান করেছেন। সর্বাধিক ৬৭।

৫) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৫ নম্বরে রয়েছেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ডেভিড ওয়ার্নার। তিনি এখনও অবধি এ বারের আইপিএলের ৫টি ম্যাচে খেলে ২২৮ রান করেছেন। সর্বাধিক ৬৫।

৬) অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৬ নম্বরে রয়েছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি। ৫ ম্যাচে কোহলি করেছেন এখনও অবধি মোট ২২০ রান। সর্বাধিক ৮২*।

৭) ২০২২ সালের আইপিএলের অরেঞ্জ ক্যাপজয়ী রাজস্থান রয়্যালসের জস বাটলার অরেঞ্জ ক্যাপের দৌড়ে ৭ নম্বরে রয়েছেন। ৫ ম্যাচে তিনি করেছেন ২০৪ রান। সর্বাধিক ৭৯।

৮) কমলা টুপির দৌড়ে ৮ নম্বরে রয়েছেন সিএসকের ওপেনার ঋতুরাজ গায়কোয়াড়। এখনও অবধি তিনি চলতি আইপিএলের ৫ ম্যাচে খেলে ২০০ রান করেছেন। সর্বাধিক ৯২ রান।

৯) অরেঞ্জ ক্যাপের লড়াইয়ে ৯ নম্বরে রয়েছেন রাজস্থান রয়্যালসের শিমরন হেটমায়ার। ৫টি ম্যাচে খেলে ১৮৩ রান করেছেন তিনি। সর্বাধিক ৫৬*।

১০) দক্ষিণের ডার্বিতে উঠেছিল কনওয়ে ঝড়। আরসিবির বিরুদ্ধে ৪৫ বলে ৮৩ রানের অনবদ্য ইনিংস খেলে কমলা টুপি দখলের লড়াইয়ে প্রথম ১০ এ ঢুকে পড়েছেন সিএসকের ডেভন কনওয়ে। ৫ ম্য়াচে খেলে তিনি করেছেন ১৮১ রান। সর্বাধিক ৮৩।

Related Articles

Back to top button