স্বাস্থ্য ও শিক্ষা

পাঁচ দিনে ১০ হাজারের নিচে নামল দৈনিক সংক্রমণ, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭

নয়া দিল্লি: এপ্রিল মাসের প্রথম দিক থেকেই ঊর্ধ্বমুখী করোনা সংক্রমণ (Corona Infection)। গত চারদিন ধরেই ১০ হাজারের উপরেই ছিল করোনা আক্রান্তের সংখ্যা। তবে সোমবারের করোনা আক্রান্তের সংখ্যা দেখে মিলল কিছুটা স্বস্তি। গত ৫ দিনে এই প্রথম ১০ হাজারের নিচে নামল করোনা আক্রান্তের সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক (Union Health Ministry) কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১১১ জন। গতকালের থেকে প্রায় ১ হাজার কমল করোনা আক্রান্তের সংখ্যা। আর গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ২৭ জনের। বর্তমানে দেশের মোট সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ৬০ হাজার ৩১৩।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা কিছুটা কমলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গতকাল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল ১৯ জনের। আর আজ তা বেড়ে হয়েছে ২৭ জন। এর মধ্যে ৬ জন গুজরাটের। করোনা আক্রান্ত হয়ে উত্তর প্রদেশের মৃত্যু হয়েছে ৪ জনের। রাজস্থানে ৩ জন ও দিল্লিতে ৩ জনের মৃত্যু হয়েছে। বিহার, ছত্তীসগঢ়, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, কেরল ও তামিল নাড়ু থেকে ১ জন করে মৃত্যু হয়েছে।

এই মুহূর্তে দেশে করোনা পজিটিভিটি রেট রয়েছে ৮.৪০ শতাংশ। সেখানে সাপ্তাহিক পজিটিভিটি রেট রয়েছে ৪.৯৪ শতাংশ। আর দেশে মৃত্যুহার রয়েছে ৯৮.৬৮ শতাংশ। এদিকে ঊর্ধ্বমুখী সংক্রমণের আবহেই করোনাবিধির উপর জোর পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। কোভিডের বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে জোর দেওয়া হয়েছে। স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইট অনুযায়ী, দেশে এখনও পর্যন্ত ২২০.৬৬ কোটি করোনা টিকা দেওয়া হয়েছে। এদিকে এইমস দিল্লির প্রাক্তন ডিরেক্টর ডাঃ রণদীপ গুলেরিয়া শনিবার বলেছেন, দেশে নতুন করে করোনা সংক্রমণ দেখা যাচ্ছে।

 

পার্থ-কুন্তলকেও গোহারা হারাবেন জীবনকৃষ্ণ! CBI বলছে দুর্নীতি হয়েছে ৩০০ কোটির

 

 

তবে এতে উদ্বেগের কোনও কারণ নেই। তিনি বলেন, “সারা দেশে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়ছে। তবে বেশির ভাগ সংক্রমণ অতটা গুরুতর নয়। হাসপাতালে ভর্তির হারও বাড়েনি। এখনও আতঙ্কের মতো পরিস্থিতি তৈরি হয়নি।” তিনি জানিয়েছেন, বর্তমানে দেশে কোভিড সংক্রমণ ওমিক্রনের সাব-ভ্য়ারিয়েন্ট XBB.1.16-র কারণেই হচ্ছে। তিনি প্রবীণ নাগরিক ও বিপদসীমায় যাঁরা রয়েছেন তাঁদের বেশি করে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে ঊর্ধ্বমুখী সংক্রমণের মধ্যেই কোভিড প্রস্তুতি খতিয়ে দেখতে গত ১০ ও ১১ এপ্রিল দেশের প্রায় ৩৩,৬৮৫ টি হাসপাতালে মক ড্রিল করা হয়েছে।

Related Articles

Back to top button