রাজ্য

বৃহস্পতিবার পর্যন্ত উত্তরের কোন জেলায় কবে বৃষ্টি? কোন জেলায় তাপপ্রবাহ? ডেট জানিয়ে দিল আলিপুর

অবশেষে এল সাময়িক স্বস্তির খবর। রবিবার বাংলার তিন জেলায় ঝড়-বৃষ্টি হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় এবং কবে বৃষ্টি হবে, স্বস্তি পেতে আজই জেনে নিন। কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।
আগামী বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের কোন জেলায় এবং কবে বৃষ্টি হবে, স্বস্তি পেতে আজই জেনে নিন। কোথায় কোথায় তাপপ্রবাহ চলবে? জানিয়ে দিল আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানা গিয়েছে, আজও দার্জিলিং জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে। রবিবার দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হবে। তবে দক্ষিণবঙ্গে এখনই ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে প্রবল গরমে কোথাও কোথাও বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে স্থানীয়ভাবে বৃষ্টি হতে পারে।, তবে তাতে গরম কোনওভাবেই কমবে না।

বৃষ্টির পাশাপাশি তিন জেলায় বইবে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। সোমবার দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারও দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে বৃষ্টি হতে পারে। হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস।

বুধবার এবং বৃহস্পতিবারে বৃষ্টির মাত্রা কিছুটা বাড়বে উত্তরবঙ্গে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হবে।

তবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগণা, দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস নেই। একেবারে শুষ্ক খটখটে থাকবে দক্ষিণবঙ্গের সব জেলার আবহাওয়া।

Related Articles

Back to top button