জাতীয়

ভাতিন্ডা এয়ারফোর্স স্টেশনে নিয়ে আসা হল অমৃতপালকে, ডিব্রুগড় জেলে ঠাঁই হবে খালিস্তানি নেতার

 

চণ্ডীগঢ়: দীর্ঘ ৩৬ দিন ধরে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে পুলিশের জালে ধরা দিল খালিস্তানি নেতা অমৃতপাল সিং (Amritpal Singh)। ২৩ এপ্রিল, রবিবার সকালে পঞ্জাব পুলিশের (Punjab Police) কাছে আত্মসমর্পণ করেন অমৃতপাল সিং। মোগা জেলার একটি গুরুদ্বারে তিনি আত্মসমর্পণ করেছেন বলে জানা গিয়েছে। সঙ্গে সঙ্গে তাঁকে গ্রেফতার করে পঞ্জাব পুলিশ। এদিকে, অমৃতপালের গ্রেফতারির পরই পঞ্জাবে অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফে ইতিমধ্যেই সতর্কতা জারি করা হয়েছে এবং ভুয়ো খবরে যাতে কেউ বিশ্বাস না করেন, তার অনুরোধও করা হয়েছে। সূত্রের খবর, রাজ্যে যাতে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়, তার জন্য আজই অমৃতপাল সিংকে পঞ্জাব থেকে অসমে (Assam) নিয়ে যাওয়া হতে পারে।

খালিস্তানি নেতা অমৃতপাল সিংয়ের গ্রেফতারি সম্পর্কে যাবতীয় আপডেট দেখে নিন এক নজরে-

  1. পুলিশের কাছে ধরা দিলেন অমৃতপাল সিং। রবিবার সকালে পঞ্জাবের মোগা জেলার একটি গুরুদ্বারে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন খালিস্তানি নেতা।
  2. অমৃতপাল সিংকে আজই স্থানান্তরিত করা হচ্ছে অসমে। ডিব্রুগড়ের জেলে নিয়ে যাওয়া হবে তাঁকে।
  3. ভাতিন্ডা এয়ার ফোর্স স্টেশনে নিয়ে আসা হল অমৃতপাল সিংকে।
  4. বিশেষ বিমানে করে খালিস্তানি নেতাকে অসমে নিয়ে যাওয়া হচ্ছে।
  5. অমৃতপালের গ্রেফতারির পরই পঞ্জাবে অশান্তি ছড়ানোর আশঙ্কা করা হচ্ছে। পুলিশের তরফে রাজ্যে শান্তি বজায় রাখার অনুরোধ করা হয়েছে। ভুয়ো খবরে যাতে কেউ বিশ্বাস না করেন, তার অনুরোধও জানানো হয়েছে।
  6. বিশৃঙ্খল পরিস্থিতি এড়াতে আজই পঞ্জাব থেকে অসমে স্থানান্তরিত করা হতে পারে অমৃতপাল সিংকে। সূত্রের খবর, অসমের ডিব্রুগড় জেলে নিয়ে যাওয়া হতে পারে অমৃতপাল সিংকে।
  7. অমৃতপালকে গত ১৮ মার্চ থেকে খুঁজছে পঞ্জাব পুলিশ। তাঁর বিরুদ্ধে গ্রেফতারি অভিযান চালালেও, শেষ মুহূর্তে বাইকে চেপে পালিয়ে গিয়েছিলেন অমৃতপাল সিং। এরপর থেকেই অমৃতপাল সিংকে খোঁজা হচ্ছিল।
  8. অমৃতপালের বিরুদ্ধে শুরু করা অভিযানে ১০০-রও বেশি ঘনিষ্ঠ সঙ্গী ও খালিস্তানি সমর্থকদের আটক ও গ্রেফতার করেছিল পঞ্জাব পুলিশ।

 

 

মাসিক ২ লক্ষ বেতন, বিদেশের চাকরি ছেড়ে এই ইঞ্জিনিয়ার এখন চাষ করেই কোটি টাকা কামাচ্ছেন!

Related Articles

Back to top button