জেলা

ভোটের আগে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান।

News Saradin

পার্থ ঝা,নিউজ সারাদিন,মালদহ;আর মাএ কয়েকদিন পরেই গ্রাম পঞ্চায়েত নির্বাচন।তাঁর আগে আবারো বিজেপিতে ভাঙ্গন ধরালো তৃণমূল।মঙ্গলবার,মালদার মানিকচকের নূরপুর অঞ্চলের গোবিন্দপুর এলাকায় যোগদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।জানা গেছে,নূরপুর অঞ্চলের ১২ নম্বর পঞ্চায়েত সমিতি তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন অরূপ কুমার দাস।তাঁর হাত ধরে বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে তুলে নিলেন মালদা জেলা বিজেপি সদস্য গোপাল সরকার সহ বেশ কয়েকজন বিজেপি কর্মীরা।এই যোগদানের ফলে ওই এলাকায় তৃণমূল কংগ্রেস আরো মজবুত হল বলে মনে করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।আরো জানা গেছে,দীর্ঘদিন ধরে বিজেপি করতেন গোপাল সরকার।

বিজেপি দলে পুরনোদের কোন মর্যদা নেই তাই তিনি বিজেপি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন।এবিষয়ে সদ্য তৃণমূলে যোগদানকারী গোপাল সরকার জানান,আমি দীর্ঘদিন ধরে ভারতীয় জনতা পার্টীর মালদা জেলা কমিটির সদস্য ছিলাম।এখন বর্তমানে পুরনো বিজেপি নেতা কর্মীদের কোন মূল্য বা মর্যদা নেই।তাই আমি তৃণমূল কংগ্রেসে যোগদান করলাম।অন্যদিকে এবিষয়ে তৃণমূল নেতা অরূপ কুমার দাস জানান,নূরপুর অঞ্চলে বিজেপি পাটীর কোন অস্তিত্ব নেই।এখন বর্তমানে পুরনো বিজেপি নেতাদের কোন মর্যদা নেই।আজ মালদা জেলা বিজেপি কমিটির সদস্য গোপাল সরকার বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।আমি তাকে তৃণমূলে স্বাগতম জানাচ্ছি।আগামীদিনে মানিকচকের মাটিতে বিজেপি দলের কোন অস্তিত্ব থাকবে না।

Related Articles

Back to top button