জাতীয়

৮ এপ্রিল থেকে দাক্ষিণাত্য সফরে প্রধানমন্ত্রী, তেলঙ্গানা পাচ্ছে ১১,৩০০ কোটি টাকার প্রকল্প

নয়াদিল্লি: ৮ ও ৯ এপ্রিল, দুই দিনের দাক্ষিণাত্য সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভোটমুখী কর্নাটকের সঙ্গে সঙ্গে তেলেঙ্গানা এবং তামিলনাড়ু সফর করবেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে, তেলঙ্গানায় তিনি ১১,৩০০ কোটি টাকা মূল্যের বিভিন্ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন এবং বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করবেন। এর পাশাপাশি তামিলনাড়ু এবং কর্ণাটকে আরও বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা তাঁর। প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতি অনুসারে, ৮ এপ্রিল সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশন থেকে সেকেন্দ্রাবাদ-তিরুপতি বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন প্রধানমন্ত্রী। তারপর হায়দরাবাদের প্যারেড গ্রাউন্ড থেকে তিনি পাঁচটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ এবং রেলের আরও কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন করবেন তিনি।

ওইদিনই বিকেল ৩টেয় চেন্নাই বিমানবন্দরে পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে নতুন টার্মিনাল ভবনের উদ্বোধন করার কথা তাঁর। এরপর এমজিআর চেন্নাই সেন্ট্রাল রেলওয়ে স্টেশন থেকে চেন্নাই-কোয়ম্বাটোর বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রার সূচনা করবেন তিনি। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, একই অনুষ্ঠান থেকে তিনি আরও বেশ কয়েকটি রেল প্রকল্পের উদ্বোধন করবেন। এরপর, চেন্নাইয়ে শ্রী রামকৃষ্ণ মঠের ১২৫তম বার্ষিকী উদযাপনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। চেন্নাইয়ের অ্যালস্ট্রম ক্রিকেট গ্রাউন্ডে আরেকটি সরকারি অনুষ্ঠানে কয়েকটি সড়ক প্রকল্পের উদ্বোধন ও আরও কয়েকটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা রয়েছে তাঁর।

 

জেলা সফরে মমতা, এরই মধ্যে তৃণমূলের শিক্ষা সেল ছাড়লেন ২৩ শিক্ষক

 

 

৯ এপ্রিল সকালে প্রধানমন্ত্রী যাবেন কর্নাটকের বন্দিপুর টাইগার রিজার্ভ ফরেস্টে। মুদুমালাই টাইগার রিজার্ভের থেপ্পাকাদু হস্তি শিবিরও পরিদর্শন করবেন। সেখানে, ইন্টারন্যাশনাল বিগ ক্যাটস অ্যালায়েন্স বা আইবিসিএ-র সূচনা করবেন প্রধানমন্ত্রী। আইবিসিএ বিশ্বের সাতটি বিগ ক্যাট – বাঘ, সিংহ, চিতাবাঘ, তুষার চিতা, পুমা, জাগুয়ার এবং চিতার সুরক্ষা এবং সংরক্ষণের উপর মনোযোগ দেবে। প্রধানমন্ত্রী ‘প্রজেক্ট টাইগারের ৫০ বছর স্মরণ’ অনুষ্ঠানেরও উদ্বোধন করবেন। এই অনুষ্ঠানে তিনি ব্যাঘ্র সংরক্ষণ ব্যবস্থাপনার পঞ্চম চক্রের সংক্ষিপ্ত প্রতিবেদনও প্রকাশ করবেন। প্রজেক্ট টাইগারের ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি স্মারক মুদ্রাও প্রকাশ করার কথা প্রধানমন্ত্রীর।

Related Articles

Back to top button