আপনিও সাংবাদিক

কোভিড সহায়তা কেন্দ্র চালু করলো মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি।

করোনার দ্বিতীয় ঢেউয়ে বেসামাল জনজীবন।করোনা সংক্রমণ বেড়েছে শহর তথা জেলা জলপাইগুড়িতে। মঙ্গলবার জেলার সদর শহরে কোভিড সহায়তা কেন্দ্র চালু করলো মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি। শহরের কোন পুজো কমিটি প্রথম এধরণের উদ্যোগ নিল বলে অভিমত ওয়াকিবহাল মহলের। করোনা সংক্রমিত রোগী ও তাদের পরিবারবর্গ এই কেন্দ্র থেকে প্রয়োজনীয় সহায়তা পাবেন। মূলত ১৮ নম্বর ওয়ার্ড ও মুহুরি পাড়ার বাসিন্দাদের জন্য এই উদ্যোগ হলেও শহরের অন্য ওয়ার্ডের বাসিন্দাদের জন্যও সামর্থ্য অনুযায়ী কাজ করার আশ্বাস দিয়েছেন উদ্যোক্তারা।

শহর জলপাইগুড়িতে ৭ দশক ধরে সাড়া জাগানো দুর্গাপুজো করে আসছে মুহুরিপাড়া সার্বজনীন দুর্গাপুজো কমিটি।এর পাশাপাশি বছরভর সমাজসেবামূলক কাজের সাথেও যুক্ত থাকেন কমিটির সদস্যরা। করোনাকালেও তার ব্যতিক্রম হলনা। এদিন কোভিড সহায়তা কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন লাবণ্য মাতৃসদনে কোভিড ভ্যাকসিনেশনের দায়িত্বপ্রাপ্ত নার্স কাকলি চ্যাটার্জি। তাকে সংবর্ধনা জানান পুজো কমিটির সদস্যরা।

এদিনের কর্মসূচীতে হাজির ছিলেন কমিটির সম্পাদক তথা সহায়তা কেন্দ্রের আহ্বায়ক উত্তম বসু, দেবকুমার দাস,অমরনাথ নন্দী,তাপস ভট্টাচার্য, গৌর কর্মকার প্রমুখ।পরে উত্তমবাবু বলেন,মুহুরিপাড়া ও ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের দিকে লক্ষ্য রেখেই এই উদ্যোগ।তবে সামর্থ্য অনুযায়ী শহরবাসীর পাশে থাকবে।সহায়তা কেন্দ্রে পুজোকমিটির ৫০ জন সদস্য পালা করে থাকবেন।স্থানীয় এক চিকিৎসক ও নার্স আমাদের সাথে যুক্ত রয়েছেন।অক্সিজেন সিলিন্ডার সহ টোটো অ্যাম্বুল্যান্সে পরিষেবা দেওয়া হবে।সংক্রামিতের পরিবারের খাবারের সমস্যা হলে স্বনির্ভর গোষ্ঠীর মাধ্যমে খাদ্যসাম ্ডুসয়ার্স সংবাদ

Related Articles

Back to top button