আপনিও সাংবাদিক

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানিত স্বপন বাউলের প্রাণ নাশের প্রকাশ্যে হুমকি পূর্ব বর্ধমানে

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মানিত স্বপন বাউলের প্রাণ নাশের প্রকাশ্যে হুমকি পূর্ব বর্ধমানে

 

 

সংবাদদাতা : — —– শুধুমাত্র বাউলের গেরুয়া পোশাক পড়ে পাড়ায় পাড়ায় বাউলগানে সমাজ সচেতন করার জন্য করোনা থেকে মানুষকে বাঁচানোর জন্য , ভোট পরবর্তী অশান্ত বাংলায় শান্তির বার্তা দিতে বর্ধমানের পাড়ায় পাড়ায় অলিতে গলিতে ঘুড়ে বেড়ানোর অপরাধে সরাসরি প্রকাশ্যে স্বপন দত্ত বাউলের প্রাণনাশ ও পিটিয়ে মেরে দেবার হুমকি দেওয়া হলো। স্বপন বাউলের বক্তব্যে জানা যায় সম্প্রতি ১০ ই মে ২০২১ পূর্ব বর্ধমানের পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা হিন্ধু ছেলে টেরা বাপি ব্যাংকে চাকরি করে আর মুসলিম ছেলে গোলাম টোটো চালায় একসঙ্গে বসে মানুর মুদিখানার দোকানে সকালে আড্ডা দিচ্ছিলো ।

ওই সময় বর্তমানে গোলাহাটের দীর্ঘদিনের বাসিন্দা স্বপন দত্ত বাউল ওই মানুর মুদিখানার দোকানে কিছু কিনতে গেলে টেরা বাপি আর গোলাম দুজনেই প্রকাশ্যে বলে এই রে যোগী আদিত্যর মত গেরুয়া পোশাক পড়ে সবসময় ঘুড়ে কি না ভেক দেখাচ্ছে ,ওকে গোলাহাটের মুসলিমরা পিটিয়ে মেরে দেবে। তারপর কিছু জনগণের মাঝে ওই দোকানের সামনেই স্বপন বাউল প্রতিবাদ করে বলেন সকলকে, দেখুন গেরুয়া ড্রেস এটা বাউলের সাজ গেরুয়া ত্যাগের প্রতীক আমাদের জাতীয় পতাকা গেরুয়া রং সেখানে শুধুমাত্র বাউলের গেরুয়া ড্রেস পড়ার জন্য আমাকে বলছে গোলাহাটের মুসলিমরা নাকি পিটিয়ে মেরে দেবে । কেন ? দাঙ্গা লাগানোর জন্য মুসলিম সম্প্রদায়ের নামে মিথ্যা দোষারোপ করে উস্কানি মূলক কথা বলে আমার প্রাণ নাশের হুমকি দেবে । মুসলিম সমাজকে এটা অপমান করা নিন্দনীয় ঘটনা । সকল মুসলিম সমাজ আমাকে ভালোবাসে, বাউলের কোনো জাত ,ধর্ম ,রং হয় না রাজনীতির ভেদাভেদ হয় না কেন মুসলিম মানুষের উপর দোষ চাপিয়ে হিন্দু মুসলিম একসাথে দাঙ্গা লাগানোর জন্য আমার প্রাণ নাশের উস্কানি মূলক কথা সরাসরি বলছে।

এই প্রতিবাদ করায় মুদিখানার দোকানদার মুসলিম ছেলে মানু ঘটনা টা ধামা চাপা দেবার জন্য সরাসরি স্বপন দত্ত বাউলকে সবার সামনে বলে এখান থেকে চলে যাও তো ওটা ইয়ার্কি মেরেছে। সেই কথা শুনে স্বপন বাউল বলেন আমাকে রাষ্ট্রপতি সম্মান করেন ,মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নমস্কার করেন আমি তো এদের ইয়ার্কির যোগ্য নয় , মুসলিম সম্প্রদায়ের উপর মিথ্যা দোষ দিয়ে এই উস্কানি মূলক মন্তব্য কে তুমি ধামা চাপা দেবার জন্য একজন মুসলিম ছেলে হয়ে সমর্থন করছ । এই ঘটনা ঘটার পর স্বপন বাউলের চোখ জলে ভরে যায় তিনি বলেন গোলাহাটের মুসলিমরা সকলেই আমাকে ভালোবাসে কারো সঙ্গে কোনো ঝগড়া বিবাদ নেই সকলেরই আমি বাউলছেলে , তবু দুতিনজন বদমাইশ নোকরা মনভাব দেখিয়ে শুধুমাত্র বাউলড্রেস পড়ে মানুষকে বাঁচাতে যাই বলে তার জন্য আমাকে পিটিয়ে মেরে দেবে প্রকাশ্যে বলছে এ দুক্ষ রাখার মত জায়গা নেই। এই ঘটনা ওই এলাকার এক্স কমিশনার প্রদীপ রহমান কে স্বপন বাউল জানান । কমিশনার বর্ধমান সদর থানায় ওই দোষীদের বিরুদ্ধে অভিযোগ করতে বলেন থানা জানতে চাইলে থানাকেও তিনি জানাবেন বলেন ।

 

স্বপন দত্ত বাউল একজন দীর্ঘদিনের নিঃস্বার্থ সাংবাদিক তাই ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটরস এসোসিয়েশনের ও জাতীয় সম্পাদক এবং নিউজ সারাদিনের সম্পাদক তিনি পূর্ব বর্ধমানের নতুন পুলিশ সুপার কে সব জানান সোশ্যাল মিডিয়ার লিখিত ঘটনা এস পি কে জানান। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনবার সংবর্ধনা পাওয়া একজন নিঃস্বার্থ সমাজ সচেতনের বাউল যিনি রাষ্ট্রপতির সম্মানিত বাংলাদেশ আমেরিকার কাছে সম্মানিত একজন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিল্পী সেই স্বপন দত্ত বাউলকে শুধুমাত্র গেরুয়া ড্রেস বাউল পোশাক পড়ে রাস্তায় বাউলগানে ঘোড়ার জন্য পিটিয়ে মেরে দেবার প্রাণ নাশের হুমকি সত্যি আজকের সমাজে লজ্জ্যা জনক ঘটনা , নিনন্দীয় ঘটনা সাংবাদিক ও বাউল সমাজ ও বাংলার সকল মানুষ এর প্রতিবাদ করে একজন নিঃস্বার্থ বাউলকে বাঁচান।

Related Articles

Back to top button