আপনিও সাংবাদিক

দেশব্যাপী আন্দোলনে নামল আশা কর্মীরা

দেশব্যাপী আন্দোলনে নামল আশা কর্মীরা । করোনা পরিস্থিতিতে ফ্রন্ট লাইন কর্মী কাজ করছে। কিন্তু কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার আশা কর্মীদের সমস্ত রকম সুবিধা থেকে বঞ্চিত করেছে। সংগঠনের জেলা সম্পাদিকা চুমকি দাস বলেন সকলের জন্য সার্বিক টিকা প্রদান করতে হবে।আশা কর্মীরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ কাজ করছে তাই তাদের তাই তাদের ঝুঁকিপূর্ণ ভাতা দিতে হবে।

এছাড়া ৫০লক্ষ টাকা জীবন বীমা এবং চিকিত্সা জন্য ১০লক্ষ টাকার দাবি করেন। এছাড়া স্থায়ীকরণ,২১ হাজার টাকা মজুরি, রেশন এর দাবি জানান।জেলা মুখ্যস্বাস্থ্য আধিকারিক রমেন্দ্র নাথ প্রামাণিকের কাছে দাবি পত্র তুলে দেন ।স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন নেহার বেগম ,প্রতিমা রায় ,সরস্বতী বিশ্বাস, রীতা গায়েন, কনীকা সরকার, সীমা রায় ,কৌশল্যা রায় প্রমুখ

Related Articles

Back to top button