রাজ্য

অবলা পশু গর্ভবতী হাতি ও তার সন্তানকে কেরালায় নৃশংস ভাবে হত্যার প্রতিবাদ স্বপন দত্ত বাউলের

সংবাদদাতা: -মানুষ যে আজ আর সত্যি মানুষ নেই দুনিয়াটা শুধু স্বার্থের হয়ে গেছে ,মানুষ ও তার হুশ জ্ঞান হারিয়ে ফেলেছে তার প্রমান আমরা টিভি র পর্দায় খবরে দৈনন্দিন দেখতে পাই ।এমনি এক নজিরবিহীন নৃশংস অমানবিক খুন হত্যা ঘটালো ভারতের কেরালার অমানুষ অসুরের দল । একটি অবলা পশু প্রাণী জীব গর্ভবতী হাতিকে আনারসের ভিতর বোমা ভরে খেতে দিয়ে তার মুখের মধ্যে খাবার খাওয়ার সময় বিস্ফোরণ ঘটিয়ে নৃশংস ভাবে হত্যা করলো গর্ভবতী হাতি ও তার পেটের ভিতরে থাকা সন্তান কে ।এই অমানবিক নৃশংস হত্যার ঘটনা টিভির পর্দায় খবরে দেখে পূর্ব বর্ধমানের নিঃস্বার্থ বিনাপারিশ্রমিকে সমাজ সচেতনের শিল্পী ও পশু প্রেমী শিল্পী স্বপন দত্ত তীব্র প্রতিবাদে ও সচেতন বাউলগানে ও তার মূল্যবান বক্তব্যে পূর্ব বর্ধমানে কার্জনগেট চত্বর ও ডি এম অফিসের সামনে পথে নেমে প্রতিবাদের ঝড় তুললেন। স্বপন বাউল দোষী দের কঠোর সাজা শাস্তির দাবি তুলে বলেন যে এমন কঠোর শাস্তি যেন দোষীরা পায় যা দেখে আর কোনো অমানুষের দল অবলা পশুদের জীবদের প্রাণী দের আর হত্যা ও অত্যাচার করতে সাহস যেন না পায় । স্বপন বাউল এর গান ও বক্তব্যে সামাজিক দূরত্ব বজায় রেখেই অনেক পথ চলতি মানুষ শুনে সাধুবাদ দিয়ে বলেন এই স্বপন বাউলের শুধু মানুষের কষ্টের জনই মন কাঁদে না অবলা পশু পাখি জীব প্রাণীদের রক্ষা করতে এমন প্রতিবাদ আর কোনো বাউলকে কেউ করতে দেখি নি । এমন পশুপ্রেমী বাউল সবার নজর কেড়েছে আজকের প্রতিবাদ কেলার নৃশংস গর্ভবতী হাতি কে হত্যা করার জন্য দোষীদের কঠোর শাস্তির দাবি তুলতে দেখে। স্বপন বাউল তার মূল্যবান বক্তব্যে আরও বলেন যে আজকের এই সচেতন ও প্রতিবাদ শুধু বর্ধমান জেলার জন্য নয় সারা দেশের মানুষের জন্য সচেতন কেউ যেন অবলা জীব পশু পাখি প্রাণী হত্যা ও অত্যাচার করবেন না কারণ আপনার মত ওরাও ঈশ্বরের সন্তান ওদের ও এই পৃথিবীতে প্রয়োজন যেমন আছে তোমনি সকলেরই বাঁচার অধিকার আছে। তার বাউলগানের কথায় বলেছেন ।। মানুষ যে আজ আর নেইকো মানুষ , হয়ে গেছে অমানুষ রে। গর্ভবতী হাতি মাকে অন্যায়ভাবে হত্যা করে। কেরালার মানুষ নামের কলঙ্ক অসুরেরা প্রমান দিলো রে।। আবার বলছেন ।। মানুষ খুন করলে আইন তার বিচার করে। অবলা পশু প্রাণী হত্যা করছে যারা কঠিন সাজা দাও গো তারে। স্বপন বাউল বলে তার গানে কঠিন সাজা দেখে, কেউ যেন না সাহস পায় , অবলা পশু প্রাণী জীব হত্যা করতে রে।। এই ভাবে নিজে গান লিখে সুর করে একতারা কোলডুগি বাজিয়ে মানুষকে বুঝিয়ে দিয়ে বললেন লক ডাউন মিটে গেলে রাজের বিভিন্ন জেলাতেই যেখানেই যাবো ও ভিন রাজ্যে যাবো এমন কি রাজধানী দিল্লিতে এর আগেও সচেতন ও প্রতিবাদ করেছি আবার সচেতন ও প্রতিবাদ করব সকল ভারতবাসী আমার পাশে সকলেই থাকুন।।

Related Articles

Back to top button