রাজ্য

আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার একমাত্র মহিলা পরিচালিত ক্লাব আজ মানুষের পাশে।

আরামবাগ সুচেতনা ইনস্টিটিউট অফ কালচার একমাত্র মহিলা পরিচালিত ক্লাব। এই ক্লাবের তরফ থেকে বাসন্তী পুজো যেমন করা হয় তিনি সারা বছর নানা সামাজিক কাজ করে, যেমন- রক্তদান শিবির, হাসপাতালে রোগীদের ফল বিতরণ, গরিব মানুষদের বস্ত্র বিতরণ ইত্যাদি। এবছর এই ক্লাব ১৮ বছরে পদার্পণ করল। ১৮বছর বাসন্তী পূজা হচ্ছে। এবছর করোনার জন্য পুজো বন্ধ রাখা হয়েছে ।পূজা কমিটির সিদ্ধান্ত নিয়েছে মৃন্ময়ী মায়ের পরিবর্তে এবছর ১০১ জন চিন্ময়ী দুস্থ মাকে খাদ্যদ্রব্য দিয়ে সাহায্য করবে ।তাই আজ আরামবাগ ও গোঘাট এর কিছু সাঁওতাল দুস্থদের সাহায্যের জন্য এগিয়ে এলেন এই ক্লাবের সদস্যরা। গরীব প্রতিটি মায়ের হাতে তুলে দিলেন দু কেজি চাল, দু কেজি আলু, ৫০০ ডাল, সরষের তেলের বোতল, সোয়াবিনের প্যাকেট, ৫০০ গ্রাম ছাতুর প্যাকেট, গায়ে মাখার সাবান, কাপড় কাচা সাবান, বিস্কুটের প্যাকেট, ডিম ছটা করে, হলুদের প্যাকেট। আজ বিকাল 3:30 থেকে আরামবাগ ও গোঘাটে বিতরণ করছে এই সদস্যবৃন্দ । আরামবাগ থানা ও গোঘাট থানা এ ব্যাপারে সক্রিয় সহযোগিতা করছে।( যারা সক্রিয়ভাবে আরামবাগ শহর ও গোঘাটের গ্রামে বিলি করতে গেছে তাদের নাম- চৈতালি গঙ্গোপাধ্যায় ও সোমা ঘোষ । এদের ফোন নাম্বার 700 118 26 29. প্রয়োজনে ফোন করে বক্তব্য নেওয়া যেতে পারে)

Related Articles

Back to top button