রাজ্য

বারাসাত জেলায় গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি

বারাসাত জেলায় গোষ্ঠী কোন্দলে জর্জরিত বিজেপি
কোলকাতাঃ- গত লোকসভা নির্বাচন থেকে বারাসাত জেলায় বিজেপির গোষ্ঠী কোন্দলের চেহারা টা সামনে আসতে শুরু করে,বারাসাত লোকসভা কেন্দ্রের প্রার্থী ডঃ মৃনাল কান্তী দেবনাথ পরাজিত হওয়ার পিছনে, প্রাক্তন জেলা সভাপতি প্রদীপ ব্যানার্জি তৃণমূলের সংগে আঁতাতের অভিযোগে পদ থেকে সরিয়ে দেওয়া হয়।সেখানে স্থলাভিষিক্ত হয়েছিলেন শংকর চ্যাটার্জি, তিনি এসেই নিজের অনুগামীদের পদ পাইয়ে দেওয়া থেকে টাকার বিনিময়ে পদ দেওয়া, এই ঘোরতর অভিযোগ তুলে বিজেপির প্রচুর কর্মী সমর্থক বনগাঁর লোকসভার সদস্য শান্তুনু ঠাকুরের কাছে ডেপুটেশন দেওয়া হয়। এছাড়াও দলীয় নেতা-কর্মীদের সংগে এমনকি মহিলা নেত্রীর সংগেও খারাপ ব্যাবহারের অভিযোগ ওঠে শংকর চ্যাটার্জির বিরুদ্ধে। সামনে বিধানসভা নির্বাচন দলীয় কর্মীদের চাঙ্গা করার পরিবর্তে শাসক দলের সঙ্গে যোগসাজশ রয়েছে,এই অভিযোগে শংকর চ্যাটার্জির অপসারণ চেয়ে আগামী দিনে জোরালো আন্দোলনের পথে নামতে চলেছে বহু বিজেপি কর্মী সমর্থকরা।

Related Articles

Back to top button