গ্রামের পাতায়

অসহায়ের পাশে স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ কমিটি

অসহায়ের পাশে স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ কমিটি, কাঁথি রামকৃষ্ণ সারদা আশ্রম।
COVID- 19 প্রকোপের জন্য মানুষের স্বাভাবিক জীবনে নেমে এসেছে এক অনিশ্চয়তার ছাপ। গৃহবন্দী থাকতে থাকতে মানুষের মধ্যে এক ঘেয়েমি এসে গিয়েছে। লকডাউন এ নিয়ম-কানুন মেনে চললেও বাস্তবে তা করা সম্ভব হচ্ছে না ।এই অসহায় গ্রাম ও শহরে সর্বস্তরের মানুষ COVID-19 দ্বারা প্রভাবিত। পূর্ব মেদিনীপুর জেলার দেশপ্রাণ ব্লক এর সরদা অঞ্চলের দক্ষিণ সারদা, হিঞ্চি, কাজলা গ্রাম, কাঁথি তিন নম্বর ব্লকের গামার ডুলি ও দুর মুঠ গ্রাম এর প্রায় ১৫০ পরিবার ও কাজলা জনকল্যাণ সমিতি পরিচালিত তপোবন শিশু আবাসের ৩৫ জন শিশু আবাসিকদের এবং সমিতি পরিচালিত গোপালচক শিশু শিক্ষা নিকেতনের ছাত্রছাত্রীদের প্রায় ১০০ টি পরিবারের হাতে খাদ্য সামগ্রী তুলে দেওয়া হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ময়দা, সুজি, চিনি, ছোলার ডাল, তেল ,সোয়াবিন ইত্যাদি খাদ্য সামগ্রী দেওয়া হয় ।খাদ্য সামগ্রী বিতরণের আর্থিক সহযোগিতায় এগিয়ে এসেছেন শ্রীযুত কামদেব জানা, স্বামী বিবেকানন্দ সার্ধশতবর্ষ কমিটি, রামকৃষ্ণ সারদা আশ্রম ,কাঁথি। এই খাদ্য সামগ্রী বিতরণ এর উপস্থিত ছিলেন প্রখ্যাত শিশু বিশেষজ্ঞ ডা: বিধান ভূঁইয়া, আশ্রম এর কর্ণধার তপন দাস ও কাজলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক শ্রী স্বপন পন্ডা। এই বিতরণের ব্যবস্থাপক ছিল কাজলা জনকল্যাণ সমিতি।

Related Articles

Back to top button