জাতীয়

অসহায় মানুষদের পাশে দৈনিক আর্থিক লিপি পত্রিকা

করোনা মোকাবিলায় দেশজুড়ে ২১ দিনের লকডাউন ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। লকডাউনের জেরে বন্ধ রয়েছে সমস্ত ধরনের সরকারি ও বেসরকারি পরিবহণ মাধ্যম। বন্ধ রয়েছে স্কুল, কলেজ, ব্যবসায়িক প্রতিষ্ঠান। করোনায় গোটা পৃথিবীর পাশাপাশি এরাজ্যেও অর্থনৈতিক ক্ষেত্রে বড়সড় প্রভাব পড়েছে। লকডাউনের পর রাজ্যের মানুষের আর্থিক পরিস্থিতির বেহাল দশা।দুবেলা দু দু’মুঠো অন্ন জোগাড় করার মতন আর্থিক সামর্থ্য নেই অনেকের। অনেক গরীব আদিবাসী অনাদিবাসী মানুষগুলো বাচ্চার দুধ কেনার সামর্থ্য নেই এই পরিস্থিতিতেই। ফলে লকডাউন নামেনে অনেকে খিদের জ্বালায় শিশুদের অন্ন তুলে দেওয়ার জন্য রাস্তায়, একদিকে মহামারী তারণা অন্যদিকে পেটের দায়। তবে রাজ্যের মুখ্যমন্ত্রী একাধিকবার চেষ্টা করছে গরিব মানুষ যাতে অভুক্ত না থাকে। যাতে গরিব মানুষ দু’বেলা দু’মুঠো অন্ন পায় এমন পরিস্থিতিতে তাদের পাশে এসে দাঁড়াচ্ছে একাধিক সমাজসেবী সংগঠন ও সাংবাদিক সংগঠন এবং দৈনিক আর্থিক লিপি পত্রিকা মতন একটি সংবাদমাধ্যম। একদিকে সংবাদ পরিবেশন অন্যদিকে মানুষের পাশে দাঁড়ালেন দৈনিক আর্থিক লিপি পত্রিকার আরামবাগ অফিসের বার্তা সম্পাদক ও ইন্ডিয়ান জার্নালিস্ট এন্ড অল এডিটর অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি দেবাংশু চক্রবর্তী। আজ বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চ সহযোগিতায় দৈনিক আর্থিক লিপি আরামবাগ অফিস হইতে অসহায় গরীব মানুষের জন্য খাদ্য সামগ্রী চাল, ডাল, আলু সহ বিস্কুট এবং বিশেষ করে শিশুদের জন্য দুধের প্যাকেট পঞ্চাশটি পরিবারের হাতে তুলে দিলেন। কয়েকদিন যাবত তিনশটি পরিবারকে এমনইভাবে খাদ্য তুলে দেবে আর্থিক লিপির অফিস থেকে,বাংলা দৈনিক পত্রিকা র বার্তা সম্পাদক দেবাংশু চক্রবর্তী মহাশয় যেভাবে মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে খুবই প্রশংসনীয় বার্তা মানুষের কাছে। খাদ্য সামগ্রী তুলে দেওয়ার সময় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান স্বপন নন্দী ও সাংবাদিক পিন্টু সাঁতরা আর্থিক লিপি, এছাড়াও উপস্থিত ছিলেন বঙ্গীয় সংখ্যালঘু বুদ্ধিজীবী মঞ্চের আবরার সঙ্গদি।

Related Articles

Back to top button