জেলা

মন্তেশ্বর থানা এলাকায় ডাইনি অপবাদে এক মহিলাকে এক ঘরে হতে হলো


শ্যামল রায়, কালনা:মন্তেশ্বর থানা এলাকায় ডাইনি অপবাদ দিয়ে এক মহিলা ও তার পরিবারকে একঘরে করে দেওয়ার অভিযোগ উঠল বেশ কয়েকজন প্রতিবেশীর বিরুদ্ধে।
বৃহস্পতিবার জানা গিয়েছে মন্তেশ্বর থানার মাঝের গ্রামে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে যে ঘটনায় জড়িত এক গুনিন সহ ৫ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। ধৃতদের আদালতে পাঠালে অভিযুক্তদের জামিন মঞ্জুর করেছেন বিচারক।পুলিশ আরও জানিয়েছে ধৃতদের নাম ধনঞ্জয় বৈরাগ্য কে নামাজী সুকুমার ধারা হারু মাঝি ও রাজু মাঝির বিরুদ্ধে অভিযোগ উঠেছিল। ধৃতদের মধ্যে ধনঞ্জয় বৈরাগ্য হচ্ছেন গুনিন। ওই ব্যক্তির বাড়ি কাটোয়ায় বাকি চারজন হচ্ছেন স্থানীয় প্রতিবেশী।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মাঝের গ্রাম উত্তরপাড়ার বাসিন্দা সরস্বতী সাঁতরা ছাড়াও তার পরিবার যে কোন ঘটনার পরিপ্রেক্ষিতে ডাইনি অপবাদ দিয়ে এদের উপর নানা রকম অত্যাচার শুরু করে বলে প্রতিবেশীরা অভিযোগ। সরস্বতী সাঁতরা অভিযোগ করেছেন যে কিছুদিন আগে কাটোয়া এলাকার গুনিন তাদের গ্রামে আসেন। গুনিন এলাকার কয়েকজন কে জানিয়ে দিন যে তাদের গ্রামে এক ডাইনি মহিলা রয়েছেন এর ফলে গ্রামের মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে অবিলম্বে ওই ডাইনি কে দূর করে দিতে হবে গ্রাম থেকে না হলে আরো ব্যাপক ক্ষতি হতে পারে। গুণিনের কথামতো প্রতিবেশীরা সরস্বতী সাঁতরা কে ডাইনি হিসেবে চিহ্নিত করেন এবং তার পরিবারকে একঘরে করে দেওয়ার জন্য ব্যবস্থা নেয় এবং নির্যাতন চালাতে শুরু করে বলে অভিযোগ।নির্যাতনের পর ওই মহিলা এলাকার পঞ্চায়েত প্রধান সহ স্থানীয় প্রশাসনকে পুরো ঘটনাটি জানান অভিযোগ তার পরেও কোন কাজের কাজ কিছু হয়নি। তারপর গোটা বিষয়টি পুলিশকে জানানো পর পুলিশ ব্যবস্থা গ্রহণ ক�

Related Articles

Back to top button