জেলা

নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলে শিক্ষকরা অভিভাবকদের পাশে

রাহুল রায়,পূর্ব বর্ধমানঃ করোনা জেরে গোটা দেশ জুড়ে চলছে লকডাউন। স্কুল বন্ধ থাকলেও ছাত্র-ছাত্রীদের পাশে সেই রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, সোমবার কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রাম জুনিয়ার হাইস্কুলে শিক্ষকদের সহযোগিতায় পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মিডে ডে মিল খাওয়ার জন্য অভিভাবকদেরকে ৩ কেজি করে চাল ও আলু বিতরণ করা হলো। পাশাপাশি কাটোয়া ২নং ব্লকের শ্রীবাটী গ্ৰাম পঞ্চায়েতর নন্দীগ্রাম নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে শিক্ষকদের সহযোগিতায় প্রথম ও পঞ্চম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মিড ডে মিলের খাওয়ার জন্য অভিভাবক-অভিভাবকদেরকে ৩ কেজি চাল,৩ কেজি আলু বিতরণ করা হলো। সরকারের এরকম উদ্যোগে সাধুবাদ জানিয়েছেন অভিভাবক-অভিভাবিকারা।

Related Articles

Back to top button