জেলা

দেশপ্রাণ ব্লক এর রাস্তা বেহাল দশা

দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমল কে নিয়ে অামাদের গর্বের শেষ নেই। অামরা কথায় উন্নত শির দেশপ্রাণের গরিমায় গৌরবান্বিত হই।কিন্তু দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মস্থান চন্ডীভেটী গ্রামে তাঁর খন্ডহর জন্মভিটা কে অাজও সংরক্ষণের কোন উদ্যোগ নেওয়া হয় নি।সাপখোপ ও গাছগাছালির অভয়ারণ্যে পরিনত হয়েছে তাঁর অাঁতুড়ঘর। দেশপ্রাণের জন্মভিটা র সংরক্ষণ তো দূরের কথা তাঁর স্মৃতি বিজড়িত পবিত্র জন্মভূমিতে যাওয়ার সংযোগকারী রাস্তার ও বেহাল অবস্থা। খানাখন্দভরা রাস্তায় জলকাদায় মাখামাখি হয়ে ধানজমির রূপ পেয়েছে। ত্রিস্তর পঞ্চায়েত ও প্রশাসনের দেশপ্রাণ লিঙ্ক রোড মেরামতীর কোন উদ্যোগ নেই। বছরের পর বছর ভুক্তভোগী গ্রামবাসীরা প্রশাসনের দ্বারস্থ হয়ে হতাশা ও ক্ষোভে ফুটছেন। দেশপ্রাণ ব্লকের প্রাক্তন জনপ্রতিনিধি তথা প্রাক্তন সহকারী সভাধিপতি মামুদ হোসেন বলেন দেশপ্রাণের স্মৃতি রক্ষা সহ ভবিষ্যৎ প্রজন্মকে তাঁর সম্পর্কে অবহিত করা ও তাঁর মহান অাদর্শকে জাগরূক রাখার কর্তব্যবোধ নিয়ে অামরা ভাবিত নই।সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জেলাশাসক কে ই-মেইল বার্তা পাঠিয়ে দেশপ্রাণের জন্মভিটা সংরক্ষণ ও লিঙ্ক রোড মেরামতীর দাবী জানিয়েছেন। সিপিঅাইএম নেতা মামুদ হোসেন জানান দেশপ্রাণের প্রতি অামাদের অনাদর ও অবহেলা ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না।

Related Articles

Back to top button