রাজ্য

টেলিফোন কনফারেন্সের মাধ্যমে সাহিত্য আড্ডা প্রবাহমান


নিজস্ব সংবাদদাতা কলকাতা
বাংলা রাইটাস ফোরামের উদ্যোগে ধারাবাহিকভাবে চলছে টেলিফোন কনফারেন্সের মাধ্যমে সাহিত্য-আড্ডা অর্থাৎ শ্রুতি সম্মেলন। এই ছুটি সম্মেলনে আসাম ত্রিপুরা দিল্লি ও অস্ট্রেলিয়ার কবিরা টেলিফোন কনফারেন্সের মাধ্যমে কবিতা পড়ছেন সেই সাথে আলোচনা সঙ্গীত প্রভৃতি তাদের প্রতিভাকে তুলে ধরছেন বিশিষ্ট কবি সাহিত্যিকদের সাথে। বাংলা রাইট আশ্রমের রাজ্যসভা নেত্রী কৃষ্ণা বসু প্রতিদিন এই অনুষ্ঠানকে সমৃদ্ধ করে যাচ্ছেন বলে জানিয়েছেন রাজ্য সম্পাদক কবি ও সাংবাদিক শ্যামল রায়। শুক্রবার শ্যামল রায় জানিয়েছেন যে বৃহস্পতিবার শ্রুতি সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক কবি মৃত্যুঞ্জয় সরদার ছাড়াও ছিলেন বিশিষ্ট কবি অরূপ পান্থি ভারতী বন্দ্যোপাধ্যায় অর্ণব সেন এবং বিশিষ্ট কবি লেখিকা কৃষ্ণা বসু।
বিশিষ্ট লেখিকা কৃষ্ণা বসু জানিয়েছেন যে করোনা ভাইরাসের সংক্রমণের হাত থেকে চলছে লকডাউন। এরফলে সাহিত্য উৎসব গুলো সব বন্ধ হয়ে পড়েছে ফলে সাহিত্য-সংস্কৃতি মনস্ক যারা রয়েছেন তাদের কাছে এই বিপন্ন সময়ে সাহিত্যের প্রতি আন্তরিকতা ভালোবাসা জানানোর জন্য সকলের মধ্যে সেতুবন্ধন এর জন্য শুরু করেছেন শ্যামল রায় কবি আড্ডা । এই কবি আড্ডায় প্রতিদিন কবি-সাহিত্যিকরা অংশগ্রহণ করছেন। ইতিমধ্যে বিশিষ্ট কবি সাংবাদিক দেবাংশু চক্রবর্তী কবি অনীশ ঘোষ  কবি কমল দে শিকদার ও সাংবাদিক কবি মৃত্যুঞ্জয় সরদার বাচিক শিল্পী শিবাজী চৌধুরী কবি সুব্রত কবি লোপামুদ্রা ব্যানার্জি কবি লোপা কুন্ডু কবি ও সম্পাদক সুনীল মুখোপাধ্যায় ব্রত চক্রবর্তী কবি কবি অজয় চক্রবর্তী চন্দনা দে সিনহা, কবি তন্দ্রা ব্যানার্জি কবি সম্পাদক ও প্রকাশক মিতা দাস পুরকায়স্থ সাংবাদিক পূলক বসু কবি নবকুমার সরকার কবি ইলা রায় মল্লিক কবি।

জয়দেব দত্ত কবি শৈলেন্দ্রনাথ চক্রবর্তী কবি রজত রায় কবি মিলন ভৌমিক কবি তমা সরকার কবি শিব শংকর বকসী, কবি ঝরনা ভট্টাচার্য সহ  অনেকে।
প্রতিদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ টেলিফোন কনফারেন্সের মধ্যে দিয়ে এই ধরনের সাহিত্য আড্ডা সকলের কাছে প্রশংসার দাবি রেখেছে এবং প্রাণ সঞ্চার হচ্ছে কবি-সাহিত্যিকদের মধ্যে। ধন্যবাদ জ্ঞাপন করেছেন কবি ও সাংবাদিক শ্যামল রায় তিনি বলেছেন এবং কবি-সাহিত্যিকদের মধ্যে দিয়ে এই ধরনের অনুষ্ঠান কবি সাহিত্যিকদের মধ্যে বাড়তি অক্সিজেন সিলিন্ডার হয়ে উঠছে।

Related Articles

Back to top button