কলকাতা

আদিবাসী অধিকার মহাসভার বিবৃতি

News saradin

রাজভবনের আমন্ত্রনে সাড়া দিয়ে দেউচা পাচামি প্রস্তাবিত কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে আন্দোলনরত আদিবাসী অধিকার মহাসভার প্রতিনিধি দল আজ বেলা ১২টায় রাজ্যপালের সিনিয়র স্পেশাল সেক্রেটারি শ্রী দেবাশীষ ঘোষ–এর সাথে দীর্ঘ আলোচনা করেন। প্রতিনিধি দলে ছিলেন মহাসভার যুগ্ম আহ্বায়কদ্বয় জগন্নাথ টুডু ও লক্ষীরাম বাস্কি এবং জয় কিষাণ আন্দোলনের সর্বভারতীয় সভাপতি অভিক সাহা। মাননীয় রাজ্যপালের উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করা হয়, যার প্রতিলিপি সাথে দেওয়া হল।

মূলত দুটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের পরে কয়লাখনি প্রকল্প অঞ্চলের বাসিন্দাদের, বিশেষত আদিবাসীদের সঠিক মতামত নির্ধারণে রাজভবন উদ্যোগ নেবে বলে আশ্বস্থ করা হয়।

মহাসভার দুই জন সদস্য সনদী হাঁসদা ও লক্ষীরাম বাস্কি যথাক্রমে মহম্মদবাজার ২৬ নং জেলা পরিষদ এবং হিংলো ২২ নং পঞ্চায়েত সমিতির আসনে নির্দল প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই বিষয়ে রাজভবনকে অবগত করা হয়। নির্বাচনী প্রচার শুরু হওয়ার আগেই এই নির্দল প্রার্থীদের এবং তাদের সমর্থকদের শাষকদলের পক্ষ থেকে হুমকি দিয়ে কয়লাখনি প্রকল্পের বিরুদ্ধে প্রচার না করার চাপ সৃষ্টি করা হচ্ছে। ওই অঞ্চলে মহাসভার নির্দল প্রার্থীরা যাতে ঘরভাড়া নিয়ে অফিস না খুলতে পারে তার জন্য একাধিক বাড়ির মালিকদের হুমকি দেওয়া হয়েছে।

এই প্রেক্ষিতে মহাসভা সমর্থিত নির্দল প্রার্থীদের প্রয়োজনীয় নিরাপত্তা এবং বিনাবাধায় নির্বাচনী প্রচার সুনিশ্চিত করতে মাননীয় রাজ্যপালের হস্তক্ষেপের আবেদন জানানো হয়।

 

Related Articles

Back to top button