গল্প ও কবিতা

কলম তুমি কার?


কলমেতমা কর্মকার

কলমে কে একদিন প্রশ্ন করছিলাম কলম তুমি কার?
উত্তরে কলম বলল যে লিখতে ভালোবাসে আমি তার |
একদিন বইকে জিগ্যেস করলাম বই তুমি কার?
উত্তরে বই বলল আমায় যে ভালোবেসে পড়ে আমি তার|
আমি কবিতাকে বললাম কবিতা তুমি কার,
কবিতা বলল আমি শুধু আমার সৃষ্টি কারী কবির|
আমি স্বপ্ন কে বললাম স্বপ্ন তুমি কার?
স্বপ্ন মুচকি হেসে বলল যে আমাকে দেখে আমি তার |
আমি আশার কাছে জানতে চাইলাম আশা তুমি কার
আশা বলল কে আমাকে নিজের ভাবে আমি তার
আমি ভরসাকে বললাম ভরসা তুমি কার
উত্তরে ভরসা বলল যে সাহস করে কাছে রাখে আমি তার |
আমি বিশ্বাস কে বললাম বিশ্বাস তুমি কার,
সে বলল যে নিজের উপরে বিশ্বাস রাখে আমি শুধু তার |
আমি আস্থা কে প্রশ্ন করলাম আস্থা তুমি কার |
সে বলল যে বিশ্বাস করে ভরসা করে আমার হাত ধরে আমি শুধু তার|
আমি সৃষ্টি কে বললাম সৃষ্টি তুমি কার?
সৃষ্টি বলল যে আমায় নিজের ভেবে রক্ষা করে আমি কেবল তার |
আমি আমাকে জিগ্যেস করলাম আমি বলতো কার?
আমার অন্তর আত্মা উত্তর দিলো মানুষ হয়ে মনুষত্ব রক্ষা করো
তবে আমি শুধু শুধুই কেবল তোমার |

Related Articles

Back to top button