গল্প ও কবিতা

*দল বদল*

*”কবি পথিকৃৎদব”*

এমনি খেলা চলতে থাকে –
সবার মনে রাম রহিমে ;
অবাক দোষের নেই কিছু ,
এ সম্মানের লড়াই শুধু ৷
যদি ঝাড়ো অসৎ স্বার্থ ভান ,
যে যা বলে কাটবেনা কান ৷
মাথা তোল সত্য পথে চলো –
দলের চেয়ে মানুষ বড়ো ৷

খেউড়ে লক্ষ্যভ্রষ্ট মানুষ ;
ধর্ম সেবায় সত্যে পৌরুষ ৷
জীবন বলি কেমন খেলা !?
বাংলা হবেকি সোনার বাংলা !?
ঠিক বেঠিক বোঝে সবাই :
এ ও বোঝে দলের সাফাই ৷
দল বদল না নয়ছয় ! –
কীসে হচ্ছে জীবন সংশয় !?

জনসেবায় যার বড়াই –
দলের টিকিট ঘটে নাই !
অর্থপিশাচে মানুষ ভূত !
ঘর-সংস্কৃতি নাস্তা-নাবুদ !
তিলকধারী অন্তরে ছুরি ;
সংকটে ঢাল মহাত্মা হরি !
ভালোবাসা নির্ভর কে কার :
হে গণ কান্ডারী হুঁশিয়ার ৷

– 💚 *কবি পথিকৃৎদেব*

Related Articles

Back to top button