গল্প ও কবিতা

কবি শঙ্খ ঘোষের উপর একটি সাড়া জাগানো বিশেষ সংখ্যার প্রকাশ

কবি শঙ্খ ঘোষের প্রয়াণে বাংলা সাহিত্য জগতে এক অপূরণীয় ক্ষতি হয়েছে। কবির সাথে একান্তভাবে যারা যুক্ত ছিলেন, তাঁরা সেইসব স্মৃতি তুলে ধরলেন ‘বর্ণিক’ পত্রিকার ‘শঙ্খ ঘোষ সংখ্যা’য়। কথাসাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, কবি জয় গোস্বামী, সাহিত্যিক মুহম্মদ মতিউল্লাহ, অনুবাদক বিতস্তা ঘোষাল— নানা স্মৃতি তুলে ধরেছেন এই সংখ্যায়। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ঋতম মুখোপাধ্যায়কে লেখা একটি অপ্রকাশিত চিঠিও প্রকাশিত হয়েছে এই সংখ্যায়। যেখানে সাহিত্যের সূক্ষ্মাতিসূক্ষ্ম বিষয়গুলো সুন্দর করে তুলে ধরেছেন কবি শঙ্খ ঘোষ। কবিকে শ্রদ্ধা নিবেদন করে কবিতা লিখেছেন কবি শ্রীজাত, কবি চৈতালী চট্টোপাধ্যায়, সৌহার্দ সিরাজ, অনির্বাণ মুখোপাধ্যায়, সাতকর্ণী ঘোষ, জয়দীপ চট্টোপাধ্যায় সহ আরো পঁয়ত্রিশ জন কবি।

তাঁর উপর গদ্য, প্রবন্ধ, নিবন্ধের মাধ্যমে এক সার্বিক আলোচনায় ভরে উঠেছে বর্ণিকের এবারের সংখ্যাটি। বাংলাদেশের সাহিত্যিক তপন বাগচী কবি শঙ্খ ঘোষের সঙ্গে যে বাঙালিয়ানা জড়িয়ে আছে, তা সুন্দরভাবে উপস্থাপন করেছেন।স্নেহ,ভালোবাসা, প্রশ্রয় আর আবেগের কথা তুলে ধরেছেন কবি ও গবেষক লিটন রাকিব। এছাড়াও সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল কবির অন্যায়ের বিরুদ্ধে যে শান্ত বিদ্রোহ, তাও অসাধারণ ভাবে ফুটিয়ে তুলেছেন। অধ্যাপক শাওন নন্দী, রজতকান্তি সিংহচৌধুরী, আবু রাইহান, হরিৎ বন্দ্যোপাধ্যায়, সহ আরো অনেকেই কবির নানা দিকগুলি এক এক ভাবে তুলে ধরেছেন।

পঞ্চাশের দশকের কবি কালীকৃষ্ণ গুহের একটি সাক্ষাৎকার নিয়েছেন সম্পাদক ইউসুফ মোল্লা। সমসাময়িক কবি শঙ্খ ঘোষের অন্তর, একাগ্রতা, নানাদিক গুলি তিনি কীভাবে দেখেছেন খুব কাছ থেকে। প্রসঙ্গক্রমে কবি শঙ্খ ঘোষের সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের কাল্পনিক সাক্ষাৎকারটিও এখানে দেওয়া হয়েছে। আরো একটি চমক হিসাবে রয়েছে আমন্ত্রিত সম্পাদকীয়, লিখেছেন অধ্যাপক তরুণ মুখোপাধ্যায়। আর সম্পাদকীয় লিখেছেন পত্রিকার সম্পাদকমণ্ডলীর সদস্য কবি অয়ন বন্দ্যোপাধ্যায়। এককথায় বর্ণিক পত্রিকা কবি শঙ্খ ঘোষের উপর যে বিশেষ সংখ্যাটি করেছেন তা সংগ্রহযোগ্য একটি সংখ্যা করেছেন। ইতিমধ্যে ব্যাপক সাড়া পড়েছে পাঠকমহলে।

একটি অনলাইন অনুষ্ঠানের মাধ্যমে এই পত্রিকার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে অতিথি হিসাবে ছিলেন— সাহিত্যিক সৈয়দ হাসমত জালাল, কবি চৈতালী চট্টোপাধ্যায়, রজতকান্তি সিংহচৌধুরী, অনুবাদক বিতস্তা ঘোষাল, কবি ও গবেষক লিটন রাকিব। সঞ্চালনায় পত্রিকার সম্পাদক ইয়সুফ মোল্লা।

Related Articles

Back to top button