আন্তর্জাতিক

ছক ভেঙে গোলাপি হিলসে কানাডার আইন প্রণেতারা, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো

ওট্টাওয়া: গোলাপি রং কি কেবল মেয়েদেরই? এই প্রশ্নটা প্রায় সময়ই ঘোরাফেরা করে। আমাদের সমাজে একটি স্টিরিয়োটাইপ ধারণা রয়েছে, গোলাপি রং মেয়েদের সঙ্গে যায়। আর নীল রং হল পুরুষদের জন্য মানানসই রং। শুধু তাই নয় জন্মের পর থেকে বিভিন্ন খেলার ছলে ও প্রতিটা পদে পদে বুঝিয়ে দেওয়া হয় কোনটা মেয়েদের জন্য করণীয় এবং কোনটা ছেলেদের করা উচিত। আর এই ধারণার বাইরে বেরিয়ে যাঁরা অন্য পথে হাঁটার চেষ্টাও করেন তাঁদের দেখে লোক সমাজে হাসাহাসি করা হয়। এবার রং নিয়ে জেন্ডার স্টিরিওটাইপের প্রথা ভেঙে দিলেন কানাডার পুরুষ আইন প্রণেতারা। পাশাপাশি সমাজে একটি বার্তাও দিলেন তাঁরা। লিঙ্গ বৈষম্য রোধে বার্তা।

গত বৃহস্পতিবার কানাডার পার্লামেন্টে গোলাপি রঙের হাই হিলস পরে এলেন আইন প্রণেতারা। এর মাধ্যমে অবশ্যই একটি বিশেষ সতর্কতামূলক প্রচারের উদ্দেশ্য ছিল তাঁদের। পাশাপাশি গোলাপি কেবলমাত্র মেয়েদের রং- এই স্টিরিওটাইপ ধারণাকে ভেঙে দিলেন তাঁরা। আর তাঁদের এই কীর্তির একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। ছক ভেঙে এই কাজে এখন তাঁরা সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গিয়েছেন।

 

সপ্তাহান্তেই স্বস্তির বৃষ্টি? ভিজবে কোন কোন জেলা?

 

কিন্তু পার্লামেন্টে গোলাপি হাই হিলস পরে কেন গেলেন পুরুষ আইন প্রণেতারা?

কানাডার ওন্টারিওতে একটি বিশেষ অনুষ্ঠানে যোগ দেন ওই সাংসদরা। হ্যামিলটন ওমেন’স প্লেস ‘হোপ ইন হিলস’ নামের এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। এই অনুষ্ঠানেই গোলাপি হাই হিলসে পরে উপস্থিত হন কানাডা পার্লামেন্টের সাংসদরা। কানাডার পরিবহণ মন্ত্রী ওমর আলঘাবরা টুইটারে লেখেন, “হোপ ইন হিলস এমন একটি ইভেন্ট যা নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কে সচেতনতা প্রচার করে এবং এর সমাধানের অংশ হতে পুরুষ ও ছেলেদের উত্সাহিত করে। আমরা এই গুরুত্বপূর্ণ উদ্দেশ্যের সমর্থনে তাদের গোলাপি হিল পরেছি।” এই গোলাপি হিলস পরে আইন প্রণেতাদের ভিডিয়োটি সোশ্যাল মিডিয়ার পাতায় পাতায় ঘুরে বেড়াচ্ছে। নেটিজেনদের দৃষ্টি আকর্ষণ করেছে এই ভিডিয়ো। আর এটাই ছিল তাঁদের উদ্দেশ্য। নেটিজ়েনদের দৃষ্টি আকর্ষণ করে মহিলাদের বিরুদ্ধে সহিংসতা বন্ধের বার্তা দেন তিনি। এদিকে হ্যামিলটন ওমেনস প্লেসের তরফে জানানো হয়েছে, লিঙ্গবৈষম্যের বিরুদ্ধে মানুষকে সচেতন করতেই এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আর ছেলে ও পুরুষদেরও এই আন্দোলনের অংশ হয়ে উঠতে হবে। তাই পুরুষ সাংসদদের গোলাপি হাই হিলস পরানোর এই নয়া উদ্যোগও নেওয়া হয়েছে।

Related Articles

Back to top button