স্বাস্থ্য ও শিক্ষা

তুলসীরও রয়েছে প্রকারভেদ! কোন পাতার গুণে কী প্রতিকার তা সকলের জানা উচিত

তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাড়ির আঙ্গিনায় তুলসী রাখা খুবই শুভ বলে মনে করা হয়। বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী গাছের উপস্থিতি থাকে। মনে করা হয়, যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধি বজায় থাকে। শুধু তাই নয়, তুলসী প্রায় সব ধরনের পুজোয় ব্যবহৃত হয়। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসীর ব্যবহার বেশি হয়। সাধারণত রাম ও শ্যামা তুলসী বাড়িতে বেশি পাওয়া যায় কিন্তু, আপনি কি জানেন অনেক ধরনের তুলসী রয়েছে। তুলসী কত প্রকার, উপকারিতা ও প্রতিকার সম্পর্কে জেনে নিন…

তুলসী গাছ লাগানোর বাস্তু নিয়ম

হিন্দু ধর্মে, তুলসীকে দেবী লক্ষ্মীর প্রতীক মনে করা হয়। বাড়ির আঙ্গিনায় তুলসী রাখা খুবই শুভ বলে মনে করা হয়। এমনটা বিশ্বাস করা হয় যে বাড়িতে তুলসী থাকেন, সেই বাড়িতে সর্বদা সুখ-সমৃদ্ধি থাকে। শুধু তাই নয়, তুলসী সব ধরনের পূজায় ব্যবহৃত হয়। ভগবান বিষ্ণুর পুজোয় তুলসীর ব্যবহার বেশি হয়। সাধারণত রাম ও শ্যামা তুলসী বাড়িতে বেশি পাওয়া যায় কিন্তু, আপনি কি জানেন অনেক ধরনের তুলসি আছে। আসুন জেনে নিই তুলসী কত প্রকার, তাদের উপকারিতা ও প্রতিকার।

এই খবরটিও পড়ুন

এভাবে শসা কাটলে তেতো স্বাদ এড়ানো যাবে সহজেই, জানুন গরমে এই ফল খাওয়ার সঠিক উপায়

 

 

তুলসী কত প্রকার

তুলসী সাধারণত মোট ৫ প্রকার।

১) শ্যামা তুলসী ২) রাম তুলসী ৩) শ্বেত তুলসী ৪) বন তুলসী ৫) লেবু তুলসী

শ্বেত তুলসী

শ্বেত তুলসী সাধারণত বিষ্ণু তুলসী নামেও পরিচিত। শ্বেত বা সাদা রঙের ফুল ধরে এই তুলসী গাছে। এই কারণে একে শ্বেত তুলসী বলা হয়। ভগবান বিষ্ণুর পুজোয় ব্যবহৃত হয় সবচেয়ে বেশি।

লেবু তুলসী

বন তুলসী সাধারণত বন্য তুলসী নামেও পরিচিত। অন্যদিকে লেবু তুলসী গাছের পাতা অনেকটা লেবু গাছের মতো। এই তুলসী পাতাকে প্রহ্লাদ তুলসীও বলা হয়।

শ্যামা তুলসী

শ্যামা তুলসী পাতা গাঢ় বেগুনি বর্ণের। তাই একে শ্যামা তুলসী নামে পরিচিত। কথিত আছে যে,তুলসীর পাতা কালো রঙের হওয়ার কারণে এই তুলসী পাতা শ্রীকৃষ্ণের খুব প্রিয়। তাই এটি কৃষ্ণ তুলসী নামেও পরিচিত।

রাম তুলসী

এর পাতা সবুজ রঙের। এই তুলসী ভগবান রামের খুব প্রিয়। তাই একে রাম তুলসীও বলা হয়। রাম তুলসী পাতা মিষ্টি স্বাদের হয়। বাড়িতে এই তুলসী পাতার গাছ লাগানো খুবই শুভ বলে মনে করা হয়। কথিত আছে, এই গাছ ঘরে লাগালে উন্নতি হয়।

তুলসীর প্রতিকার

১) তুলসী পাতা শুকিয়ে গেলে সেই পাতাগুলো স্নানের জলে ব্যবহার করতে পারেন। স্নানের জলে তুলসী পাতা রাখলে নেতিবাচক শক্তি শরীরের মধ্যে প্রবেশ করে না। এছাড়াও, যদি ভগবান কৃষ্ণের শিশু রূপের পূজা করে থাকেন তাহলে তাতে শুকনো তুলসী পাতা ব্যবহার করতে পারেন।

২) দেবী লক্ষ্মীর আশীর্বাদ পেতে, একটি লাল রঙের কাপড়ে শুকনো তুলসী পাতা বেঁধে যেখানে সম্পদ রাখেন সেখানে রেখে দিন। এতে লক্ষ্মীর কৃপা বজায় থাকে। একজনকে আর্থিক সমস্যা থেকে মুক্তি পেতে পারেন। আগের তুলনায় অর্থনৈতিক অবস্থার উন্নতি হয়।

৩) সকালে ঘুম থেকে উঠে তুলসী পাতা নিয়ে দেবী লক্ষ্মীর কাছে হাত জোড় করে ক্ষমা প্রার্থনা করুন। তারপর ১১টি পাতা ভেঙ্গে ময়দা রাখার পাত্রে রেখে দিন। এর জেরে অর্থ ও লাভের যোগফল তৈরি হয়।

৪) চাকরি ও ব্যবসায় উন্নতির জন্য তুলসী গাছে হলুদ কাপড়ে বেঁধে বৃহস্পতিবার অফিসে বা দোকানে রেখে দিন। এতে ব্যবসা বাড়ে ও চাকরিতে পদোন্নতির সম্ভাবনা তৈরি হয়।

Related Articles

Back to top button