আন্তর্জাতিক

নয়া ডিক্রি জারি তালিবানের, ইদের উদযাপনে অংশ নিতে পারলেন না আফগান মহিলারা

কাবুল: ক্ষমতা দখলের সময় নারী স্বাধীনতা কেড়ে নেওয়া হবে না বলেই প্রতিশ্রুতি দিয়েছিল তালিবান (Taliban)। কিন্তু সময় যত পার হয়েছে, আফগানিস্তানের  (Afghanistan) নারীদের উপরে একের পর এক নিয়ম চাপিয়ে দিয়ে তালিবান সরকার প্রমাণ করে দিয়েছে, ৯০-র দশকেও তারা যেমন ছিলেন, এখনও একই রয়েছেন। ২০২১ সালের ১৫ অগস্ট আফগানিস্তানের ক্ষমতা দখলের পরই তালিবান প্রশাসন সাধারণ মানুষ, বিশেষ করে আফগান মহিলাদের (Afghan Women) উপরে একের পর এক কঠোর নিয়ম জারি করেছে। কেড়ে নেওয়া হয়েছে উচ্চশিক্ষার অধিকার, চাকরি করা, এমনকী পুরুষসঙ্গী ছাড়া বাড়ি থেকে একা বেরোনোর উপরেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এবার ধর্মীয় উদযাপনের অধিকারও কেড়ে নিল তালিবান। আফগানিস্তানের দুই প্রদেশে মহিলাদের ইদের উদযাপনে (Eid Celebration) অংশ নিতে দেওয়া হল না।

তালিবান শাসিত আফগান প্রশাসনের জারি করা ফতোয়ায় জানানো হয়েছিল, আফগানিস্তানের উত্তর-পূর্বের তখর প্রদেশ ও উত্তরের বাঘলান প্রদেশে মহিলাদের ইদের উদযাপনে অংশ নিতে বারণ করা হয়েছে। শুক্রবার আফগানিস্তানে পালিত হয় ইদ-উল-ফিতর। ওই দিন মহিলাদের দিনের বেলায় বাড়ি থেকে বের হতে নিষেধ করা হয়। এরফলে উদযাপন তো দূর, ইদের প্রার্থনাতেও অংশ নিতে পারেননি ওই দুই আফগান প্রদেশের মহিলারা।

তালিবানের জারি করা ডিক্রিতে এও বলা হয় যে ইদের প্রার্থনার সময় সমস্ত নাগরিকদের তালিবানের সুপ্রিম নেতা হিবাতুল্লাহ আখুন্দজাদার নাম বাধ্যতামূলকভাবে উল্লেখ করতেই হবে।

উল্লেখ্য, চলতি মাসের শুরুতেও তালিবান সরকার মহিলাদের জন্য নতুন একটি ডিক্রি জারি করেছিল। সেই নির্দেশিকায় বলা হয়েছিল, হেরাট প্রদেশে মহিলা ও পরিবারের বাগান সহ রেস্তোরাঁ  বা সবুজ উদ্য়ানে প্রবেশ করতে পারবেন না। প্রশাসনের তরফে এই নির্দেশের কারণ ব্যাখ্যা করে জানানো হয়, মহিলারা সঠিকভাবে হিজাব পরছেন না। পাশাপাশি বিভিন্ন ধর্মগুরু থেকে শুরু করে সাধারণ মানুষ রেস্তোরাঁর মতো জায়গায় পুরুষ ও মহিলার খোলামেলা মেলামেশা নিয়ে আপত্তি তুলেছিলেন। এরপরই সিদ্ধান্ত নেওয়া হয়, এই ধরনের যে জায়গুলিতে পুরুষেরা যান, সেখানে মহিলারা যেতে পারবেন না।

Related Articles

Back to top button