আন্তর্জাতিক

মহিলাদের স্কার্টের নীচ দিয়ে অজান্তেই উঠত আপত্তিকর ছবি; গ্রেফতার ডিজনি ওয়ার্ল্ডের কর্মী

ওয়াশিংটন: সারা পৃথিবী থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ আসেন ‘ডিজনি ওয়ার্ল্ডে’। বিশ্বখ্যাত এই থিম পার্ক মূলতঃ শিশুদের বিনোদনের কথা মাথায় রেখে তৈরি। অথচ, এই থিম পার্কেরই এক কর্মীর বিরুদ্ধে পার্কে ঘুরতে আসা কয়েকশো মহিলার অন্তর্বাসের ছবি ও ভিডিয়ো রেকর্ড করার গুরুতর অভিযোগ উঠল। হোর্হে দিয়াজ ভেগা নামে ২৬ বছরের ওই কর্মী, গত ছয় বছর ধরে প্রায় ৫০০ মহিলা ভ্রমণার্থীদের স্কার্টের নীচ দিয়ে গোপনে ভিডিয়ো তোলার কথা স্বীকার করেছে। গত ৩১ মার্চ, একই ভাবে আরও এক মহিলার অন্তর্বাসের ভিডিয়ো তুলতে গিয়ে হাতে নাতে ধরা পড়েছিল সে। তারপরই তাকে গ্রেফতার করা হয়। পুলিশি জেরার মুখে সে তার অপরাধ স্বীকার করে নিয়েছে। তার বিরুদ্ধে অপরাধমূলক উদ্দেশ্যে ‘ভিডিয়ো ভয়ারিজম’ বা দর্শকামের অভিযোগ আনা হয়েছে।
আমেরিকার ফ্লোরিডা প্রদেশে ওয়াল্ট ডিজনির মোট চারটি থিম পার্ক রয়েছে। এর মধ্যে হলিউড স্টুডিওতে অবস্থিত ‘স্টার ওয়ার্স’ থিমের ‘গ্যালাক্সি এজ’ পার্কে কাজ করত ভেগা। ৩১ মার্চ এক ১৮ বছর বয়সী যুবতী তাঁর প্রেমিকের সঙ্গে থিম পার্কের একটি অ্যান্টিকুইটি শপ থেকে কিছু স্মারক পণ্য কেনাকাটা করছিলেন। যুবতীর পরণে ছিল একটি কালো রঙের ড্রেস এবং তার নীচে কালো রঙের শর্টস। সেই সময়ই ওই স্মারক বিক্রির দোকানের এক কর্মী ভেগাকে ওই যুবতীর স্কার্টের নীচে মোবাইল ফোনের ক্যামেরা নিয়ে গিয়ে ভিডিয়ো রেকর্ড করতে দেখেন। তিনিই ভেগার বিরুদ্ধে অভিযোগ জানান। এরপরই ভেগাকে গ্রেফতার করা হয়।
অরেঞ্জ কাউন্টি শেরিফের কার্যালয়ের রিপোর্টে বলা হয়েছে,  “প্রায় ছয় বছর ধরে ডিজনি ওয়ার্ল্ড থিম পার্কে একের পর এক অজ্ঞাত মহিলাদের পোশাক বা স্কার্টের নীচ দিয়ে ভিডিয়ো তোলার কথা স্বীকার করেছে দিয়াজ।” ধরা পড়ার পর, তার ফোনের ইমেজ গ্যালারিতেও মহিলাদের অন্তর্বাসের বেশ কিছু ভিডিয়ো ক্লিপ পেয়েছেন পুলিশ কর্তারা। সব মিলিয়ে গত ৬ বছরে এই রকম প্রায় ৫০০টি ভিডিয়ো রেকর্ড করেছিল সে।

বিয়ের এক বছরের মধ্যেই আত্মঘাতী টেলি-অভিনেতা, বয়স মাত্র ৩৫

এই খবর জানাজানি হতেই, ওয়াল্ট ডিজনির বিভিন্ন থছিম পার্ক গুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। নেট দুনিয়ায় এই ঘটনার তীব্র সমালোচনা করা হয়েছে। টুইটারে এক ব্যক্তি লিখেছেন, “এটা জঘন্য অপরাধ। ওরা কি কাউকে নিয়োগের আগে তার অপরাধের কোনও ইতিহাস আছে কি না, সেই সব খতিয়ে দেখে না?” তবে, এই খবর প্রকাশ্যে আসার পরই ওয়াল্ট ডিজনি সংস্থা ভেগার সঙ্গে তাদের সংযোগ সম্পর্কে ছিন্ন করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ডিজনির এক মুখপাত্রের দাবি, ভেগা সরাসরি ডিজনি সংস্থার কর্মী ছিল না। পার্কের ভিতরের দোকানগুলি চালানোর জন্য বিভিন্ন সংস্থার সঙ্গে চুক্তি করেছে ওয়াল্ট ডিজনি। ভেগা এরকমই এক সংস্থার কর্মী।
তবে, এই সাফাইয়ে ডিজনি গা থেকে কলঙ্ক দূর হচ্ছে না। বস্তুত, এর আগেও ডিজনিল্যান্ডে গোপনে মহিলাদের ভিডিয়ো তৈরি করার জন্য গ্রেফতার হয়েছে ওয়াল্ট ডিজনির কর্মী। ২০১৮ সালে ডিজনির অ্যানিমেল কিংডম থিম পার্কে বাথরুমের এক অপরিচিত মহিলার ছবি তোলার অভিযোগে আটক করা হয়েছিল, এরিক কিং নামে ওয়াল্ট ডিজনির এক প্রাক্তন কর্মী। তার আগে, ২০১৪ সালে ডিজনির ম্যাজিক কিংডমে ছুটি কাটাতে গিয়ে গোপনে অল্পবয়সী মেয়েদের আপত্তিকর ছবি তুলতে গিয়ে ধরা পড়েছিল এক ভ্রমণার্থী। সেও ভয়ারিজম বা দর্শকামের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল।

Related Articles

Back to top button