আপনিও সাংবাদিক

শিক্ষাজীবন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে অসংখ্য দুঃস্থ ছাত্রছাত্রীর

১৯৮৪ সালে কতিপয়, উদ্যোগী তরুণ-তরুণী কলেজ-বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও অগ্নিযুগের বিপ্লবী প্রয়াত স্বাধীনতা-সংগ্রামী, সমাজসেবী ডাঃ কে পি ঘোষের সক্রিয় সহযোগিতায় গরিব ও মেধাবী ছাত্রছাত্রীদের শিক্ষা-জীবনকে সহজসাধ্য করার তাগিদে “পিনাকী মেমোরিয়াল ফ্রি কোচিং সেন্টার”…আমাদের এই অবৈতনিক শিক্ষা প্রতিষ্ঠানটি গড়ে ওঠে।

সামাজিক দায়বদ্ধতাকে সঙ্গে নিয়ে ৩৬ বছর ধরে কলকাতা শহরে পাঠরত বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা, কলকাতার ৫২ সূর্য সেন স্ট্রীট-০৯ তে এই প্রতিষ্ঠানটি পরিচালনা করে আসছেন।

মূলত শিয়ালদহ ও আশপাশের দুঃস্থ ছাত্রছাত্রীরা এখানে পড়াশোনা করে। পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত ছাত্রছাত্রীদের সপ্তাহে ৪ দিন এখানে পড়ানো হয়।

করোনা লকডাউন এর ধাক্কায় একদিকে যেমন কাজ হারিয়ে অসহায় জীবন কাটাচ্ছেন হাজার হাজার দরিদ্র মানুষ, অন্যদিকে শিক্ষাজীবন প্রশ্নের মুখে দাঁড়িয়েছে অসংখ্য দুঃস্থ ছাত্রছাত্রীর।

এই লক ডাউন অবস্থায় গতবছরের মতো এবছর ও আমরা সেই ছাত্রছাত্রীদের পরিবারগুলিকে কিছু সাহায্য পৌঁছে দেবার উদ্যোগ নিয়েছি।

আপনি/আপনারা সাধ্যমতো আমাদের পাশে থাকুন।

সাহায্য পাঠাতে পারেন গুগুল পে বা ফোনপে নম্বর 9874214212 এর মাধ্যমে

Related Articles

Back to top button