গল্প ও কবিতা
করোনা
মৃত্যুঞ্জয় সরদার
আমাকে যায়না চেনা
নাম আমার করোনা
আমি কাউকে বলে আসি না
দিনের শেষে হাসি না।
আমি ধনী গরিব কাউকে মানি না
আমি যখন আসি
নিস্তব্ধতা ভালোবাসি
ফুরালে দিন
চলে যাব সেদিন।
বিশ্বটা করে দিতে পারি শ্মশান
মানবজীবনে আমার স্থান
ঘর থেকে বেড়ালে যাবে তোমার প্রাণ
এ যুদ্ধ জিতে হবোনা আমি মহান।
আমি জানাতে চাই
বিশ্বমাঝে আছে মহাশক্তি ভাই
অহংকার কে ভেঙে দিতে চাই
আমি এসেছি তাই।