গল্প ও কবিতা

করোনা মহামারী’

রুপালী রায়

এ কি মহা দুর্যোগ পলয়ংকারী মৃত্যু লীলায় মেতেছো ভুবন
আকাশে বাতাসে কি শান্তি বন্যা বইতেছে
তবুও এক ভয়ংকর জলের স্রোত
ভাসিয়ে নিয়ে যাচ্ছে মৃত্যু সমুদ্রের দিকে
ভয়শূন্য আকাশ
তবু মৃত্যুর মহা তাণ্ডব ।
বাতাসে নিঃস্তব্ধতা
তবু কান পাতিলে শুনি
দুর বহু দূর হতে ভেসে আসে
সন্তান হারা মায়ের বুক ফাটা করুন আর্তি,,
কোন এক প্রেমিকের অসমাপ্ত
ভালোবাসার কান্না ।
কোন এক মা হারা সন্তানের একাকিত্ব ।
এ আকাশ আজ বড়ই নিঃশব্দ
কান পাতিলে এক নিরব গর্জন কান ফাটিয়ে ভিতরে প্রবেশ করিয়া সমস্ত শরীর,মন জড় পদার্থে পরিণত করছে ।

Related Articles

Back to top button