গল্প ও কবিতা

কা কারাথা?


– এস.মুড়া

পুরহে দিনায় জুন পার হয় গেলেই
দেখেক নি পালি হে কেখোয় কে,
কেতেই ধূরানে কাতারি রেইহা
তিনিক জানেকে খোজাথি
ওহেউখে ।
খান্ সিরায় কে পাহার ও যাইলা
দিনা গুনাও গো কুদিয়ে কুন,
সারায় মাসেটা গোটে সসরেইলা
পুরহে পাহার টাকে গুঈন গুঈন!
নেইখে পাহার সসরেক নিয়ার
তভুয়ে তিনিকে সাপরিলা!
পাইয়েই যুদি কাখনো খানকে
সেহেলে কাপারটাকে থাপরিলা!
কাতেইয়ে কাঁহা লে কাঁহা নি যাপ !
আগুনে পাইয়ে কে সভে কে সাঙঘে টাপার টাপারে কাথা বাচকাপ!
দুয়ো আঁইখ নে দূনিয়া টাকের চাইরো বাট টা ইনডরায় কে,
পুছবন সভেকে কেসান রেইহা
ঘারেলে (সংসার) সমসার সামরহায় কে?
কেসান রেইহা করোনা নিয়ার
কাল গিরা কে বটরায় কে!
কা ওগরাথা দিন সাগার লে
বহু ছৌয়া কে পটরায় কে ?
জিউয়েক লাগুন জিয়াত রেইকে
ঘারে দূরায় ঘুইর ঘুইর কুন,
কাতরা ডাহার হিঙইঠিয়ে সিরালা
থরহে দেইখা উখে নাইপ কুন?

কা কের লে হিঙঠলা রেহে আইঝোয় কাহে গি হিঙঠতে হা?
পুইছিয়ে লেওয়া আফনেক
তিনি
এসান হিঙঠাল পিড়হিকে তুহুনি
কানহে বহিয়ে কুনে লেলে
যাবা ?

Related Articles

Back to top button