গল্প ও কবিতা
আকাশ
বিপ্লব হালদার
পূবের আকাশ জানিয়ে দেয়
নিশি নেই আর,
ওঠো শিশু মুখ ধোও
সময় হলো পড়ার।
কিচির মিচির ডাকে পাখি
জানালা ধারে বসে,
কাক ডাকে কোকিল ডাকে
সূর্যিমামা হাসে।
সূর্যিমামার খবর পেয়ে
বনে লাগলো ধূম,
শাখায় শাখায় ফুটলো ওরা
ছাড়িয়ে চোখের ঘুম।
জুঁই করবী বকুল পলাশ
হরেক ফুলের মেলা,
ভনভনিয়ে গুনগুনিয়ে
মৌমাছিদের খেলা।
সুবাস ছড়ায় বাতাসে তাই
এই ধরনী ধন্য,
ঘুম ভাঙানিয়া ডাকে তোমায়
বড় হওয়ার জন্য।