গল্প ও কবিতা

কথা দিলাম পাশে থাকবো


শ্রীপর্ণা রায়

তোমরা যারা সামনে থেকে
লড়ছো করোনার সাথে।
কথা দিলাম পাশে থাকবো
যেদিন ডাকবে পথে।

সারাদেশ আজ করোনা আতঙ্কে
সব অচল কর্মহীন।
তারই মাঝে একটু ভরসা দিতে
খাকী উর্দি ক্লান্তিহীন।

জরুরী নির্দেশ কিংবা সাহায্য
পুলিশ রয়েছে জেগে।
অকারন প্রশ্ন,অহেতুক ফোনেও
যাচ্ছে না তারা রেগে।

সারাবছর যাদের আড়ালে দিই গালী
আজ তারাই করছে সচেতন।
লাঠি বন্দুক ছেড়ে তারা নেমেছে পথে
হাতজোড়ে করছে আবেদন।

ডাক্তার ভগবান বিপদে পড়লেই
অভ্যাসটা আমাদের ভালো ।
আজ এসেছে দারুণ সুযোগ
বদ্অভ্যাসটা বদলাই চলো ।

জীবনের ঝুঁকি, দিনরাত কাজ
আশঙ্কিত পরিবার পরিজন।
সব ভুলে স্বাস্হ কর্মীরা নিয়েছে চ্যালেঞ্জ
আজ তারাই প্রিয়জন।

সাফাই কর্মীরা রোজ করে যে কাজ
বিরাম নেই আজও তাতে।
একরাশ চিন্তা মাথায় নিয়েও তারা
করছে সাফাই নিপুন হাতে।

এদের জন্যই চিন্তা কমেছে
হোক না লকডাউন।
সদা সর্বদা পাশে আছে এরা
গ্রাম হোক বা টাউন।

হয়ত রাগের মাথায় কিংবা হঠকারিতায়
কখনো ভুল বুঝেছি।
আজ এ বিপর্যয়ে সব ভুলে তোমাদের
বিপদের বন্ধু মেনেছি।

তোমরা থেকো নিরাপদে ভালো
যুদ্ধটা জিততেই হবে।
সবার ওপরে আছেন সর্বশক্তিমান
হৃদয়ে তোমরাই রবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button