গল্প ও কবিতা
শুধুই তোমার আমার জন্য
শ্যামল রায়, নবদ্বীপ নদীয়া
তোমার আঁচলটা মস্ত বড় নীল আকাশ
তোমার বেঁচে থাকাটা
আমার কাছে কখনো মাটি
কখনো জল
মাটি শক্ত হলে, আর জল থাকলে
সবুজতা বেড়ে যায়
শিকড়টা গভীরে গিয়ে বলবে
আমরাতো এই ভাবেই বাঁচতে চাই।
তোমার আঁচল টা যদি
সবুজ আঙ্গিনা হয়
কখনো ঝুলবারান্দা
রোজ বিকেলে হেঁটে গিয়ে বলব
তুমি কেমন আছো?
আমি বলব ভালো আছি
শূন্যতার মাঝে সম্পূর্ণতা পেয়ে।
তুমি আঁচল টা মেলে ধরো
আমি এক এলোমেলো বাতাসের মতো
নীল আকাশে ভেসে ভেসে বলবো
তুমি মেঘ দিয়ো, বৃষ্টি দিয়ো
তোমার আচল টায় ঘুমিয়ে পড়বো
সূর্য উঠলে ডেকে বলো
এই—- তুমি ওঠো?
এই দেখো দেখো
সুন্দর একটা ঠিকানা গড়েছি
শুধুই তোমার আমার জন্য।
কবিতাটি লেখা সাত জুন রবিবার দুপুর দুটো কুড়ি।