জাতীয়

পেনশন নিয়ে টেনশন নয়, খোঁজ রইল ৪ বিশেষ স্কিমের

ভবিষ্যৎ সুরক্ষিত করতে আর্থিক সঞ্চয়ই একমাত্র পথ। বিশেষ করে বৃদ্ধ বয়সে আর্থিক সুরক্ষার বিষয়টি অত্য়ন্ত গুরুত্বপূর্ণ হয়ে পড়ে। আর সেই সুরক্ষাবলয় আপনাকে তৈরি করতে হবে কর্মজীবনের একেবারে শুরুর সময় থেকেই। আপনি যদি এখনও রিটায়ারমেন্ট ফান্ডের প্ল্যানিং না করে থাকেন এবং আপনার ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে আর্থিক পরামর্শদাতার (Financial Advisors) কাছ থেকে পরামর্শ নেওয়া নিঃসন্দেহে সবথেকে ভাল কাজ। কারণ, তাঁদের কাছে বিভিন্ন রকম স্কিমের খোঁজ থাকে। তবে এর বাইরে এমন কিছু রিটায়ারমেন্ট স্কিম রয়েছে, যেখানে অর্থ লগ্নি করে আপনি ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারেন। এরকমই কয়েকটি স্কিমের খোঁজ রইল আপনাদের জন্য।

অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)

১৮-৪০ বছর বয়সী যে কেউ অটল পেনশন যোজনার অবসরকালীন স্কিমে Invest করতে পারেন। অটল পেনশন যোজনায় কেউ ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে অল্প পরিমাণ টাকাও জমা করে লাভবান হতে পারেন। ৬০ বছরের পর আপনি তাহলে ১ হাজার টাকা থেকে ৫ হাজার টাকা পর্যন্ত মাসিক পেনশনের সুবিধা পেতে পারেন। তবে আপনি কত টাকা পেনশন পাবেন, তা নির্ভর করবে আপনি মাসে কত টাকা জমা করেছেন তার উপর। এই স্কিমে নাম রেজিস্ট্রার করতে গেলে আপনার নামে সেভিংস অ্যাকাউন্ট, আধার নম্বর ও মোবাইল নম্বর থাকতে হবে।

এই খবরটিও পড়ুন

অন্তত এক লাখ মুসলিম ছেলে বাড়িতে ইদ পালন করতে পারেনি: শুভেন্দু

 

প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা (Pradhan Mantri Vaya Vandana Yojana)

ভারতীয় জীবন বিমা নিগম বা Life Insurance Corporation of India-এর প্রধানমন্ত্রী ভায়া বন্দনা যোজনা (Pradhan Mantri Vaya Vandana Yojana) রয়েছে। এই স্কিমে যে কোনও প্রবীণ নাগরিক ১৫ লক্ষ টাকা অবধি Invest করতে পারেন। ১০ বছর অবধি পেনশনের সুবিধা পাবেন। কত টাকা পাবেন তা নির্ভর করবে আপনি কত টাকা Invest করছেন তার উপর। কেউ যদি এই স্কিমে ১৫ লক্ষ টাকা লগ্নি করেন, ১০ বছরের জন্য তাঁর মাসিক পেনশন অঙ্ক হবে ৯ হাজার ২৫০ টাকা।

সিনিয়র সিটিজেন সেভিং স্কিম (Senior Citizen Saving Scheme)

যে সমস্ত নাগরিকের বয়স ৬০ বছর বা তার বেশি তাঁরা সিনিয়র সিটিজেন সেভিং স্কিমের সুবিধা পেতে পারেন। এর বাইরে যাঁদের বয়স ৫৫-৬০ বছরের মধ্যে, যাঁরা স্বেচ্ছাবসর নিয়েছেন, তাঁরাও এই স্কিমে ইনভেস্ট করতে পারেন। এই প্ল্যানে ন্যূনতম ১ হাজার টাকা এবং সর্বোচ্চ ১৫ লক্ষ টাকা ইনভেস্ট করতে পারেন। ১ জানুয়ারি থেকে এই স্কিমে নতুন Interest Rate চালু হয়েছে। বর্তমানে ৮ শতাংশ পর্যন্ত Interest Rate পাওয়া যাবে।

ন্যাশনাল পেনশন সিস্টেম (National pension system) 

প্রতি মাসের পেনশনের জন্য ন্যাশনাল পেনশন সিস্টেম বা এনপিএস (NPS) খুবই ভাল অপশন। এই স্কিমে জমা অঙ্কের বড় অংশ মার্কেটে ইনভেস্ট করা হয়, তাই Investor ১০ শতাংশ অবধি রিটার্ন পেতে পারেন। ১৮ বছর থেকে ৭০ বছর পর্যন্ত যেকোনও ভারতীয় নাগরিক আবেদনের যোগ্য। তবে পেনশন পাওয়ার জন্য ৬০ বছর অবধি টাকা দিতে হবে। অবসর নেওয়ার আগেই কোনও অ্যাকাউন্ট হোল্ডার যদি টাকা ফেরত চান, Deposit-এর ৬০ শতাংশ তুলতে পারবেন। বাকি ৪০ শতাংশ Annuity হিসাবে ব্যবহার করা হবে। এর উপর পেনশনের পরিমাণ নির্ভর করবে।

Related Articles

Back to top button