গল্প ও কবিতা

পুছ্না


– এস. মুড়া

হায় রে বিরসা মুড়া?
তোহরে জাইত আইজ
পারেক লাইথে
হইয়ে যা থাঁয় গুঁড়া!

কা কারে উলগুলান!
জিউ দেইকুন
ই মানে লাগুন
ত্ঁয়হে গি দরশালান?

দারহা সাহি গি নিহি!
দুমড়ায়ে কুন রেপচেপ
ধূরা গুঁড়াও লে মিহি!
ইমান নাকা পিড়হিক গুনানে
তোরহে জাইতেক হেকাঁয়?
উলগুলানে উত্তরেক আঘে
খায় সিরাথেন জিয়াত বাঘে
যাথান হুঁয়ায় ছেকায়!

চিন্হা কে চিনহান তেনিক !
ঘার কোচায় নে কুকুঢুম্বু
আইঙ্খে মুখে লুম্বা লুম্বু
ঠাড়হে হওয়েক সাওয়াঙে টা কবে গেলেন হে ছিনেক!

জ্ন খাইট কুন সিরাল সাওয়াঙ!
বাহারে ঘারে গোটে ভাঙ ভাঙ !
পারেক বাদায় রোপা গাইড় গাইড়
মুড় টা গেলেন হে গাড়হায়!
হাঁথ পাইত পাইত পতাযে গেলেনহে
উখে নিহে পারাথাঁয় ছোড়ায় !

গড়টা গাইড় কে হাঁথ সসরালে
গাতার জাযেনলা বাঁধায়!
গাতার ছড়ালে গড় জোড়ায়েকে
হিয়া টা জায়েন লা লাঁদায় !

ইমানেয় নাকা যুগ জিয়াবাঁয়
ইতিহাস নাকা ঘুলটায়ে দেবাঁয়
কাথায় নে কাতরা রিঠাল !
তঁহে নাকা আগুনে রা হান ইখে নাপা থান সাঁঝিলে বিহান
তরহে জাইতে ইমান নাকা জাইত গারেনে ঢিঠাল?
কুটিয়া হয়কে কুঁকেড় রেহবাঁয়
যাঁহাঁয় তাঁহাঁয় থুগড়ায় হবাঁয়
চাইরো দানে থসরায় হলেও কবে ঘানি আর চেত লেবাঁয় ?
হায়রে বিরসা ত্ঁয়
ই কাকে দেলহান শিখায় ?
যুগ যুগ লে তোহরে আগুনে ইমান ঠাড়হে চচমায় থাঁয় ?

     (পহেলা অক্টোবর করোনা কুড়ি)

Related Articles

Back to top button