গল্প ও কবিতা

ll পায়নি বরাত ll

——শুভময় ——–


নেইকো ঢাকী কেবল ফাঁকি
ট্যানট্যেনাটেন তবুও বাজে
বাক্স কিংবা চোঙাই ফোঁকে
সন্ধ্যে সকাল বিকেল সাঁঝে l

যতই বাজাও রেকর্ড বাদ্যি
সুখের থেকে অসুখ বাড়ে
সোনার খাঁচা সাজাও যতই
নেইকো পাখি শূন্য দাঁড়ে l

ঢাকের বোল কি শব্দ শুধুই
কেবল তালের ট্যান ট্যেনাটন
শব্দ জুড়েই জীবন বাঁচে
দুঃখসুখের রোজ অনটন l

ঢাকের বাদ্যি ফুটিয়ে তোলে
কান্না-হাসি ঝগড়াঝাটি
হল্লা হাসির হররা এবং
মনখারাপি চড়চাপাটি l

ঢাকের বোলে বাজায় ঢাকী
নিত্য অভাব গন্ধ ভাতের
এই বোলেতেই জুটতে পারে
খিদের অন্ন হাড়হাভাতেরl

এই বোলেতেই মেয়ের বিয়ে
শখের নোলক ছাপা শাড়ি
ছেলের অসুখ তবুও বাজাও
ঝাঁকিয়ে মাথা মানবাহারি l

এই বোলেতেই শুধতে হবে
মহাজনীর সুদ খেলাপী
বোল তুলে যাও ড্যামকুড়াকুর
বন্ধ ক’রে দুঃখের ঝাঁপিl

এবছরে কাজ জোটেনি
পুজো কর্তা দেয়নি বরাত
দুঃখগুলো জমতে থাকুক
না হয় সবার আড়ালে থাকl

সব তো হলো ঠাকুর আলো
মন্ত্রপুরুত পূজোর ফল
হাইকোর্ট রায় বিধিনিষেধ
বাঁচিয়ে ছোঁয়াচ শান্তিজলl

ফুচকা কাবাব টমেটো সস
জম্যাটো খাবার জমজমাটি
শপিংমল ও রেস্তোরাঁ ভীড়
হয়নি মন্দ কেনাকাটি l

নতুন জুতো কিংবা মোবাইল
এক পৃথিবী কিনতে পারি
কিন্তু ভেবে দেখতে গেলে
ঢাকের দায়তো বড্ড ভারী l

তবুও আশায় থাকবো বেঁচে
আসছে বছর মহামারী
কব্জা হবেই দত্যি দানো
আজকে বাঁচা যে দরকারি l

বেঁচে থেকো ঢাকীর কাঠি
ঢাকীর ঢাক ও স্বপ্ন গুলো
ভাসিয়ে দিলেম মেঘলা আকাশ
হোক কিছুটা বেপথভুলোll

 

প্রফেসর শুভময় দাস (23/10/2020)
llশুভ মহাসপ্তমীll

Related Articles

Back to top button