গল্প ও কবিতা

কেমন আছো শীতলকুচি

নাজমা সুলতানা

 

শীতলকুচি শীতলকুচি
কেমন আছো তুমি?
এখন তুমি শীতল নাকি
তপ্ত মরুভূমি ?

রক্ত রসে গা ভিজিয়ে
লাগছে নাকি ঠান্ডা?
গনতন্ত্রের গায়ে চাবুক
মাথায় পড়ল ডান্ডা।

শীতলকুচি শীতলকুচি
শীতল পরশ কোথায়?
কাঁদছে ঘরে বঙ্গ মাতা
আঁচল ধুলায় লোটায়।

শীতল কুচি দেখেছ কি
তাজা তাজা রক্ত?
তরতাজা সব যুবকেরা
ছিলো দেশের ভক্ত।

শীতল কুচি বলতে পারো
কোথায় নেতা মরে ?
উলুখাগড়ার প্রাণ বিসর্জন
কেন ঘরে ঘরে ?

দাঙ্গাবাজরা দিকে দিকে
লাগায় কেন আগুন ?
কবে বলো বুঝব সবাই
বলব এবার জাগুন।

শীতলকুচি শীতলকুচি
তোলো জোরে ধ্বনি
কেন কাটে আতঙ্কে দিন
অষ্টপ্রহর গণি ।

Related Articles

Back to top button