গল্প ও কবিতা
মদ না সুখ চাই “
“আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বপন দত্ত বাউল এর উদ্দেশ্যে লেখা।
বিপ্লব হালদার
মদ না সুখ চাই “
মদ খেয়ো না মদ ছূঁয়ো না
করি আসুন শপথ।
সুশীল সমাজ গড়বো মোরা
ছাড়বো এবার কুমত।।
মাতাল হওয়া নেশায় পাওয়া
এতো ভীষন রোগ।
ঘরে ঘরে কেঁদেই মরে
মা বোন ও স্ত্রীলোক।।
বাউল গায় এক তা রায়
মদ খেয়ো না ভাই।
বাঁচতে হলে নেশা ফেলে
সুখের জীবন চাই।।
গ্রামে গঞ্জে শহরে শহরে
গাইছে বাউল স্বপন।
মদের নেশা সর্বনাশা
করবো এবার দমন।।